কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে | ছবি : সংগৃহীত
ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে | ছবি : সংগৃহীত

ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঘরবাড়ি, আতঙ্ক ছড়াল ঢাকাসহ সারা দেশে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ । ভূমিকম্পের পরে রাজধানীতে কিছু ভবন ধসে যাওয়া এবং কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন।

ভয়াবহ কম্পনে এখন পর্যন্ত বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভবনটির লিটফ ছিঁড়ে পড়ে গেছে বলেও জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। উত্তর বাড্ডার অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে।

হাতিরঝিল এলাকায় একটি বহুতল ভবন পাশের অন্য একটি ভবনের গায়ে হেলে পড়েছে। মধুবাগ এলাকায় সেই ভবন হেলে পড়লেও সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে ভূমিকম্পে একটি ভবনে দুই দেয়ালের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। রাজধানীর মিরপুরের ১০ নম্বরের কাছাকাছি একটি এলাকায় আরেকটি ভবন হেলে পড়েছে। তবে এই ভবনের বাসিন্দারা অক্ষত রয়েছেন।

নিকুঞ্জে আরেকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে এখানেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভবনের গায়ে একাধিক ফাটল দেখা গেছে। এ ছাড়া খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।

এ ছাড়া রাজধানীর শেওড়াপাড়ায়ও একটি ভবন হেলে পড়েছে। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

তীব্র কম্পনের প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীমউদ্‌দীন হল, স্যার এ এফ রহমান, মোকাররম ভবন, শেখ ফজলুল হলসহ বেশ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে।

এদিকে, ভূমিকম্পের সময় ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। বংশাল থানার ওসির রফিকুল ইসলাম বলেন, কেপি ঘোষ স্ট্রিটে একটি পাঁচতলা ভবন থেকে রেলিং পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ভূমিকম্পের পর থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষে অনেক ফোনকল আসছে। বেশিরভাগ মানুষ ফোন করে ভবন হেলে পড়া, ভবনে ফাটল দেখা দেওয়া এবং ভবন ধসে পড়ার মতো খবর জানাচ্ছেন। প্রতিটি ফোনকল গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সব জায়গায় ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে। ফায়ার ফাইটাররা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার বিষয়ে জানতে চাইলে খালেদা ইয়াসমিন বলেন, তারাও খবর পেয়েছেন, সেখানে টিম গিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে পদদলিত হয়ে শতাধিক মানুষ টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন

ভূমিকম্পে তারকাদের উদ্বেগ

সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বকর গ্রেপ্তার

আফটারশক হতে পারে কি না জানালেন আবহাওয়াবিদ

ভূমিকম্পের পর যে বার্তা দিলেন তাসকিন-জামাল ভূঁইয়া

সাগরে লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাসে নতুন তথ্য

ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করিনি : পরিবেশ উপদেষ্টা

১০

ভূমিকম্পে কেরানীগঞ্জে হেলে পড়েছে ৭ তলা ভবন

১১

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

১২

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

১৩

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

১৪

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

১৫

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

১৬

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

১৭

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

১৮

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

১৯

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

২০
X