আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কাশিমপুর থানার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের জামিয়া কাসেমিয়া দারুল উলূম সারদাগঞ্জ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে মাদ্রাসার মুফতি মুশাররফ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আল্লামা জুনাইদ আল হাবিব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী।
এ সময় মুফতী মুশাররফ হুসাইনকে সভাপতি এবং মুফতী আব্দুল কাদের শিমুলকে সেক্রেটারি করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে মুফতী জুবায়েরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মুফতী আব্দুল কাদের শিমুল, মুফতী রিদওয়ান রফিকী, মুফতী মাহফুজুর রহমান, মাওলানা আফসার মাহমুদ, মুফতী মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকী, মাওলানা আবু নাঈম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা দেলোয়ার হুসাইন জিহাদী, মাওলানা ওমর ফারুক প্রমুখ।
মন্তব্য করুন