কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির নুসরাত

নুসরাত জেরিন জেনি। ছবি : সংগৃহীত
নুসরাত জেরিন জেনি। ছবি : সংগৃহীত

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থীরা।

বিজেএস সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজেএস পরীক্ষা ২০২৩ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ১০৪ জনকে সহকারী জজ নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সূত্র জানায়, ২৪ সেপ্টেম্বর কমিশনের আদেশে পরীক্ষা নিয়ন্ত্রক এ এম রেজা জাকের স্বাক্ষরিত নোটিশে ১০৪ জন প্রার্থীকে সহকারী জজ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা স্বাস্থ্য পরীক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাক পরিচয় যাচাই প্রতিবেদন (পুলিশ ভেরিফিকেশন) শেষে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে গেজেট বিজ্ঞপ্তি দ্বারা তাদের নিয়োগ পদায়ন করা হবে।

১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্তদের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স ফাইনালের ছাত্রী নুসরাত জেরিন জেনি। তিনি আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ও রাজশাহী দায়রা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী বলে জানা যায়।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুল আলম প্রধান কালবেলাকে বলেন, নুসরাত জেরিন আমাদের বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। এবারের বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। আমরা আনন্দিত ও গর্বিত বোধ করছি। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা আইন বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এই নিয়ে পরপর চারবার ১৩তম, ১৪তম, ১৫তম ও ১৬তম বিজেএস পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকেই প্রথম স্থানসহ মেধা তালিকা ধরে রেখেছে। এবারও ১৬তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থানসহ ৭ম ও ১১তম স্থানসহ এখন পর্যন্ত প্রায় ২৫ থেকে ২৬ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছে বলে জানতে পেরেছি। এ অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার গুণগত মানের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছে। সুপারিশপ্রাপ্তরা ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারক হিসেবে তাদের অবদান ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, বিচারক সংকট নিরসন ও মামলা জট কমানোর উদ্দেশে ১৫তম ও ১৬তম বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু দ্রুত মামলা জট নিরসনের তাগিদা থাকলেও এখনো ১৫তম বিজেএস পরীক্ষা ২০২২ এ সুপারিশ প্রাপ্ত ১০৩ জন সহকারী জজের ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ না হওয়ায় তাদের নিয়োগ পদায়ন করা যায় নাই। এই মধ্যে বিজেএস ১৬তম পরীক্ষা ২০২৩ এর চূড়ান্ত ফলে ১০৪ জন প্রার্থীকে সাময়িক সুপারিশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১০

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১১

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১২

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৪

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৫

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৬

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৭

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৯

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

২০
X