কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১২:১৮ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০১:২২ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নির্যাতনের খবর প্রকাশ করায় আরেক সাংবাদিককে নির্মম নির্যাতন

ঢাকা কলেজের প্রধান ফটক। ছবি : সংগৃহীত
ঢাকা কলেজের প্রধান ফটক। ছবি : সংগৃহীত

ঢাকা কলেজের সাংবাদিক ফয়সালকে ছাত্রলীগের নির্যাতনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশে সহায়তা করার অভিযোগ এনে সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওবায়দুর সাঈদ এর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগের নেতারা। আবাসিক হলে থাকা ওই শিক্ষার্থীকে রাতভর আটক রেখে দফায় দফায় নির্যাতন করে ছাত্রলীগ নেতা রাউফুর রহমান সোহেল ও তার অনুসারীরা।

গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে পরদিন দুপুর ২টা পর্যন্ত শহীদ ফরহাদ হোসেন হলের ২০৬ নম্বর কক্ষে বুয়েটের আবরার ফাহাদ স্টাইলে এ নির্যাতনের ঘটনা ঘটে। খবর পেয়ে ১৮ ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।

ওবায়দুর সাইদ অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের এবং শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি।

নির্যাতনের শিকার হওয়া ওবায়দুর সাঈদ ও হলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার পর ওবায়েদের রুমে আসে ফরহাদ হোসেন হলের ছাত্রলীগ নেতা রাউফুর রহমান সোহেল ও তার কয়েকজন অনুসারী। এ সময় সোহেল ওবায়েদের বুকে লাথি মেরে ফ্লোরে ফেলে দেয়। এরপর মুখে ও কানে এলোপাতাড়ি চড় থাপ্পর মারতে থাকে।

তার কাছে জানতে চাওয়া হয় ফয়সালকে নির্যাতনের খবর কোন কোন পত্রিকায় পাঠানো হয়েছে। এরপর সোহেল ওই সাংবাদিকের গলায় পা দিয়ে চেপে ধরে তার ফোনের লক খুলতে বাধ্য করে। কলেজের সাবেক ও বর্তমান সাংবাদিকদের যোগাযোগের মেসেঞ্জার গ্রুপ ও সাংবাদিক সমিতির গ্রুপের সকল কথোপকথন স্কিন ভিডিও করে নেয় তারা।

ওবায়েদের এক বন্ধু ও হলের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সবাই সোহেলের হাত থেকে ওবায়েদকে বাঁচাতে চেষ্টা করেছি। কিন্তু সোহেলের হিংস্র আচরণের কাছে আমরা অসহায়। বাধা দিতে গেলে সে আমাদেরও মারতে আসে। এর পরদিন দুপুরে ওবায়েদ বার বার জুমার নামাজ পড়তে চেয়েছে ওকে জুমার নামাজও পড়তে দেয়া হয়নি। রুমে তালা দিয়ে আটকিয়ে রাখা হয়। প্রায় ১৫ ঘন্টারও বেশী সময় নির্যাতনের পর তাকে নেয়া হয় প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপাল পরিবারের সদস্যদের ডেকে এনে মারধরের ঘটনা গোপন রাখার শর্তে তাকে বড় ভাইয়ের জিম্মায় দেয়।

জানা গেছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে । আগামী ছয় দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট নাসির উদ্দিন বলেন, পুরো ঘটনাটি প্রিন্সিপাল স্যার দেখছেন আমি কিছু বলতে পারবো না।

ঢাকা কলেজের শিক্ষক সমিতির সম্পাদক কুদ্দুস শিকদার বলেন, ওবায়েদের বিষয়টি শুনেছি। এ নিয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, আজকে (শনিবার) কলেজে ছাত্রলীগের বড় কর্মী সভা চলছে, আমি একটু ব্যস্ত আছি। নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে; এ বিষয়ে পরে কথা বলবো।

হামলাকারী রাউফুর সোহেল বলেন, আমি কর্মী সভায় ব্যস্ত এখন কথা বলতে পারবো না।

জানা গেছে, সাংবাদিক নির্যাতনকারি সোহেল বিবাহিত ছাত্রনেতা। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। নীলক্ষেতে ব্যবসায়ীদের নির্যাতন, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে।

এর আগে গত বুধবার গেস্ট রুমে যেতে দেরি করায় ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী এবং ডেইলি বাংলাদেশ ও প্রতিদিনের ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদকে বেধরক পেটায় ছাত্রলীগ নেতারা। এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশের পর এর নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বিভিন্ন সাংবাদিক ও ছাত্র সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

১০

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

১১

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

১২

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

১৩

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

১৪

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১৫

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১৬

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১৭

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৮

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

১৯

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

২০
X