বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম এবং গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় ৪ বছর করে সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান মঙ্গলবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, বর্তমান বিনা ভোটের সরকার এতটাই বেপরোয়া হয়েছে যে, তারা এখন বিরোধী মতের কোনো ব্যক্তির ছায়া দেখলেও ভয় পায়। তারা রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত করতে উঠেপড়ে লেগেছে। এ ক্ষেত্রে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আইন-আদালত, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বেআইনি প্রভাব বিস্তারে মেতে উঠেছে সরকার। আওয়ামী সরকার এখন দেশব্যাপী বিএনপিসহ ভিন্নমতের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে।
ইউট্যাবের নেতৃদ্বয় বলেন, আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গোটা দেশবাসী যখন ঐক্যবদ্ধ তখন তাদেরকে ভয় পাইয়ে দিতে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামালা দায়ের ও সাজা প্রদান অব্যাহত রেখেছে সরকার। দেশের মানুষ বাঁচল ক মরল, সেদিকে তাদের নজর নেই। তাদের নজর কেবল লুটপাট ও বিরোধী দলকে নানাভাবে নানা কায়দায় দমন করে ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখা। আমরা মনে করি যে, তারই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম এবং গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদসহ ১৫ জন নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ৪ বছর করে সাজা প্রদান করা হয়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে, ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী অবৈধ জনবিচ্ছিন্ন সরকার একের পর এক গণবিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবর্তে ভিন্নমত দমনেই ব্যস্ত হয়ে পড়েছে। অবিলম্বে উল্লিখিত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলা প্রত্যাহার করে তাদের সাজা বাতিল এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইউট্যাবের শীর্ষ দুই নেতা।
মন্তব্য করুন