গত সেপ্টেম্বর মাসে ৪৫৪টি সড়ক দুর্ঘটনায় ৪১০ জন নিহত ও ৬০৯ জন আহত হয়েছে। এই হিসেবে সড়কে প্রতিদিন প্রাণ গেছে ১৩ জনের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দুই চাকার যান মোটরসাইকেলে। রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (বিআরটিএ) মাসিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় পতিত মোটরযানের মধ্যে মোটরকার ১৯টি (২ দশমিক ৮০ ভাগ)। বাস/মিনিবাস ৮৪টি (১২ দশমিক ৩৯ ভাগ)। অটোরিক্সা ৪১টি (৬ দশমিক ০৫ ভাগ)। ট্রাক/কাভার্ডভ্যান ১৩৬টি (২০ দশমিক ০৬ ভাগ)। মোটরসাইকেল ১৫০টি (২২ দশমিক ১২ ভাগ), ব্যাটারীচালিত রিক্সা ৫২টি (৭ দশমিক ৬৭ ভাগ), ইজিবাইক ৭টি (১ দশমিক ০৩ ভাগ) ও অন্যান্য যান ১১৯টি (১৭ দশমিক ৫৫ ভাগ)।
প্রতিবেদনে বলা হয়েছে, মোটরকার দুর্ঘটনায় ১২ জন, বাস/মিনিবাসে ২৫ জন, পিকআপে ১০ জন, অটোরিক্সায় ৩৬ জন, ট্রাক/কাভার্ডভ্যানে ৩৪ জন, মোটরসাইকেলে ১৩০ জন, ব্যাটারীচালিত রিক্সায় ২৬ জন, ইজিবাইকে ২০ জন, ট্রাক্ট ও দুর্ঘটনায় ৩ জন, এ্যাম্বুলেন্সে ২ জন, ভ্যানে ৬ জন, মাইক্রোবাসে ৩ জন এবং অন্যান্য যান দুর্ঘটনায় ১০৩ জন সহ ৪১০ জনের প্রাণ গেছে।
মন্তব্য করুন