রাজধানীতে মহাসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময় একাধিক স্থানে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার বিকেলে অগ্নিনির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় গাড়িটি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
কর্মকর্তারা জানান, গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তারা ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর করে। এতে ড্রাইভারসহ এক কর্মকর্তা আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
ফায়ার সার্ভিস আরও জানায়, আজ সারা দিন ২২টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ১২টি দুর্ঘটনায় আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। বাকিগুলোতে কাজ করতে হয়নি।
মন্তব্য করুন