ঈদুল আজহায় যাতে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন, এ জন্য গত ঈদুল ফিতরের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, গতবার আমাদের যে ত্রুটিগুলো ছিল, সেগুলো সংশোধন করে পরিপূর্ণ করা হয়েছে। গত ঈদে যাত্রীদের জন্য কিছু নিয়ম করেছিল ঢাকা রেলওয়ে স্টেশন। যাদের টিকিট ছিল, শুধু তারাই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারত, তবে গার্মেন্টস ছুটির পর তা আর কার্যকর করা যায়নি।
মঙ্গলবার (২৭ জুন) সকালে স্টেশন ব্যবস্থাপকের নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মাসুদ সারওয়ার বলেন, আজ অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে, এটা সত্য। যাত্রীর চাপ বাড়লেও শিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। দু-একটি ট্রেন বিলম্বে ছাড়তে পারে। ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা স্বার্থে ৩০-৪০ মিনিট বিলম্ব বা ১ ঘণ্টা বিলম্ব, এটা কোনো কিছু হতে পারে না।
মন্তব্য করুন