১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা ও কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় একাডেমির সচিব সালাহউদ্দিন আহমদ এবং অনান্য কর্মকর্তা-শিল্পী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মুহম্মদ নুরুল হুদা, কবি শাহজাদী আঞ্জুমান আরা, কবি শাকিরা পারভীন, কবি নাসির আহমেদ, কবি ফারুক মাহমুদ এবং কবি জব্বার আল নাঈম। শহীদ বুদ্ধিজীবী দিবসের আবৃত্তি করেন শিমুল মোস্তফা, কাজী বুশরা আহমেদ তিথি, দি রেইন এবং ডালিয়া আহমেদ। দেশের গান পরিবেশন করেন মিরাজুল জান্নাত সোনিয়া, শিবু রায়, আলম আরা মিনু এবং আবু বকর সিদ্দিক।
এদিন সকাল সাড়ে ১০টায় মোহম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সচিব সালাহউদ্দিন আহাম্মদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইসাথে সকাল ৯টা থেকে বধ্যভূমি প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন ‘কবি ঝর্ণা রহমান, কবি সৌম্য সালেক, কবি মুহম্মদ নূরুল হুদা, কবি নাহিদা আশরাফী কবি গিরীশ গৈরিক, কবি আমিনুর রহমান সুলতান এবং কবি রাসেল রায়হান। আবৃত্তি করেন লায়লা আফরোজ, গোলাম সারোয়ার, ফয়সাল আহমেদ অনন্ত, সুপ্রভা সেবতী এবং ফয়জুল্লাহ সাঈদ। এরপর একক সংগীত পরিবেশন করেন বাঁধন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম’। এ ছাড়াও একক সংগীত পরিবেশন করেন কামাল আহমেদ এবং স্বরলিপি।
বিকেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক জাহিদ রেজা নূর, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে কবিতা পাঠ করেন ‘কবি আসলাম সানি’ এবং‘ আনোয়ারা সৈয়দ হক’, আবৃত্তি করেন ‘আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায়’ এবং ‘ইকবাল খোরশেদ’। এরপর দলীয় সংগীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল ‘জয় সত্যের জয়, জয় প্রেমের জয়’ এবং ‘মুক্তির মন্দির সোপান তলে’। একক সংগীত পরিবেশন করেন নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল ‘ভেবনাগো মা তোমার ছেলেরা, হারিয়ে গিয়েছে করে; রন্টি দাস সংগীত পরিবেশন করেন ‘এক সাগরও রক্তের বিনিময়ে’। চন্দনা মজুমদার লালনগীতি পরিবেশন করেন, সাজিয়া হোসেন প্রীতি দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং খুরশিদ আলম সংগীত পরিবেশন করেন ‘পদ্মা, মেঘনা, যমুনা...’ । সবশেষে দলীয় নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ ও ‘বিদ্রোহী’।
মন্তব্য করুন