বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইএমইআই যাচাই (মোবাইল ফোন হ্যান্ডসেটের বৈধতা) সংক্রান্ত সেবা ৪ দিনের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে আগামী সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য আইএমইআই যাচাই সেবা বন্ধ রাখা হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করা হয়েছে।
বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, এনএআইডি কার্যক্রম বিটিআরসির নবনির্মিত ভবনে স্থানান্তর করা হবে। ফলে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৫ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত হ্যান্ডসেটের বৈধতা যাচাইকরণ সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।
মন্তব্য করুন