কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রকল্পের অনিয়ম দুর্নীতি বিষয়ে কোনো ছাড় নয় : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ছবি : কালবেলা
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। ছবি : কালবেলা

নতুন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, আমি শিক্ষা ও স্বাস্থ্যের প্রকল্পগুলোর দিকে নজর দিতে চাই। সেই সঙ্গে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে থাকবে বিশেষ নজর। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই রাজধানীর শেরেবাংলা নগরের মন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, স্বাস্থ্য খাত নিয়ে নানা অভাব ও অভিযোগ আছে। সেগুলো কমানোর চেষ্টা থাকবে। গ্রামে যদি স্বাস্থ্যসেবা ভালো থাকে তাহলে মানুষ সেখানেই অন্তত কিছুটা স্বাস্থ্যসেবা পাবেন। যদি গ্রামেই সেই স্বাস্থ্যসেবা ভালো থাকত তাহলে অন্তত সেখানেই কিছু সেবা পেত। প্রধানমন্ত্রী কমিউনিটি চিকিৎসাসেবা দেওয়াসহ নানা উদ্যোগ নিয়েছে। সেসব এগিয়ে নিয়ে আমি কাজ করব। একইভাবে শিক্ষার প্রকল্পগুলোও এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য এবং শিক্ষার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ নজর থাকবে জানিয়ে তিনি বলেন, গ্রামের রাস্তাঘাট যদি ঠিক থাকে। মানুষ যদি সহজেই শহরে যাতায়াত করতে পারে তাহলেই উন্নয়ন টেকসই হবে। আমি যে এলাকায় নির্বাচিত হয়েছি আমার উপজেলায় হেঁটে বেরিয়েছি। আমি মনে করি, দেশের অন্যান্য উপজেলারও একই চিত্র। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিশেষ গুরুত্ব থাকবে।

উন্নয়ন প্রকল্পের অনিয়ম-দুর্নীতি বিষয়ে নতুন মন্ত্রীর ভূমিকা কী থাকবে?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি নেই এ কথা বলব না। হুট করে এটি ঠিক করাও যাবে না। এটা শিক্ষার সঙ্গেও যুক্ত। দেখা যায়, প্রাইমারির শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়। এমন হলে বাচ্চারা কী শিখবে। প্রাথমিক বিদ্যালয় থেকেই বাচ্চাদের দুর্নীতিমুক্ত থাকার শিক্ষা দিতে হবে। তাহলে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঠিক থাকবে।

মন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যদিও এটি জাতীয় ইস্যু। এটি রাষ্ট্রীয় ও বৈশ্বিক বিষয়ের সঙ্গে যুক্ত মনে করি। আমি ১৫ বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু একটি লোকও বলতে পারবেন না আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম। এটা জাতীয় বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। এখানে হাত দেওয়া কঠিন। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি নিরসনে সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে এবং জেহাদ চলছে। এই যুদ্ধকে এগিয়ে নেব। দুর্নীতি প্রশ্নে কোনো আপস নেই। এ সময় পরিকল্পনা কমিশনের সচিব সত্যজিত কর্মকারসহ বিভিন্ন বিভাগের সচিবেরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল ছেড়ে চলে গেলেন তারকা বিদেশি ক্রিকেটার

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

নতুন জীবনে শেখ ইশতিয়াক

ইরানে হামলার পরিকল্পনা যেভাবে সাজাচ্ছেন ট্রাম্প

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪

নির্দিষ্ট সময়ের আগেই কর্ণফুলী পেপার মিলের ৯১৪ টন কাগজ ইসিতে

নিজের চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

কুলাউড়া সরকারি কলেজ / পাঁচ দশক পর প্রথম পুনর্মিলনীতে নবীন-প্রবীণদের মিলনমেলা

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬

১০

মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে “স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড : ওপেন ডে”

১১

স্কুলব্যাগের মধ্যে ছিল শক্তিশালী বোমা, অতঃপর...

১২

খালের চরে পুঁতে রাখা হয় যুবকের লাশ

১৩

যেসব খাবার কখনোই ফ্রিজে রাখবেন না

১৪

পাসপোর্ট ছাড়া ঘরে বসেই যেভাবে পাবেন ডুয়েল কারেন্সি কার্ড

১৫

শীতের রাতে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল

১৬

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৯

১৭

ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা

১৮

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানলে বনভূমি পুড়ে ছাই

১৯

প্রস্তাব পেলে বাংলাদেশের কোচ হবেন কি না জানালেন মিকি আর্থার

২০
X