শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১২:০২ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস সংকট নিয়ে কালবেলায় আজ যত খবর

গ্যাস না থাকায় অলস সময় পার করছেন সিএনজি স্টেশনের কর্মীরা। শুক্রবার রাজধানীর সাতরাস্তা এলাকা থেকে তোলা ছবি : নাসির উদ্দিন
গ্যাস না থাকায় অলস সময় পার করছেন সিএনজি স্টেশনের কর্মীরা। শুক্রবার রাজধানীর সাতরাস্তা এলাকা থেকে তোলা ছবি : নাসির উদ্দিন

দেশে গ্যাসের সংকট চলছে দীর্ঘদিন ধরেই। গ্যাসের উৎপাদন কমায় সংকট এখন আরও তীব্র হয়েছে। এতে শিল্প ও আবাসিক গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন। চড়া দামে বিকল্প জ্বালানি কিনে উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছেন রপ্তানিমুখী শিল্পের মালিকরা।

অন্যদিকে চাপ কম কিংবা একেবারে গ্যাস না পেয়ে বিকল্প উপায়ে রান্না সারতে হচ্ছে আবাসিক গ্রাহকদের। প্রায় একই ধরনের পরিস্থিতি রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ অন্য বড় শহরগুলোতেও।

গতকাল শুক্রবার সকাল থেকে লাইনে গ্যাস না পাওয়ায় চট্রগ্রাম নগরের বাড়ি ও রেস্তোরাঁয় রান্না হয়নি খাবার। ফলে দুর্ভোগে পড়েছেন নগরের লক্ষাধিক মানুষ। যদিও এ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তরের টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে।

শুধু চট্রগ্রাম না, রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকায় গ্যাস সংকট রয়েছে। সপ্তাহখানিক ধরে এসব এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিলছে না গ্যাস। কিছু কিছু এলাকায় দিনে গ্যাস মিললেও তা একবারেই চাপশূন্য। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এরই মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব এসেছে। তা বিবেচনায় নিয়ে কারিগরি কমিটি গঠন করেছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দেশের ছয়টি গ্যাস বিতরণ সংস্থাকে গত সোমবার চিঠি দিয়েছে ওই কমিটি। চিঠিতে মূল্যবৃদ্ধির প্রস্তাবের সপক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত আগামী সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। তথ্য-উপাত্ত যাচাইয়ের পর জানুয়ারির মধ্যেই নিজেদের সিদ্ধান্ত কমিশনকে জানাবে কারিগরি কমিটি।

জানা গেছে, আবাসিক গ্রাহকদের বিল ৫১২ টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে। বর্তমানে দুই চুলার জন্য ১ হাজার ৮০ টাকা ও এক চুলার জন্য ৯৯০ টাকা বিল দিতে হয়। মূল্যবৃদ্ধির প্রস্তাব মানা হলে দুই চুলার জন্য মাসে ১ হাজার ৫৯২ টাকা এবং এক চুলার জন্য ১ হাজার ৩৮০ টাকা বিল দিতে হবে।

গ্যাস সংকট নিয়ে বিশ্লেষকরা নানা সময় মন্তব্য করেছেন। আলোচনা হয়েছে বিভিন্ন যায়গায়। সংকট সমাধানে নানা পদক্ষেপ নেওয়া হলেও কাজের কাজ তেমন একটা হয়নি। এমন পরিস্থিতিতে গ্যাস সংকট নিয়ে বিশেষ আয়োজন করেছে জাতীয় দৈনিক কালবেলা। চলুন দেখে নেওয়া যাক কালবেলায় আজ যত খবর-

দিনে জ্বলে না চুলা রাতে চলে রান্না

জাহানারা আলম। রাজধানীর পূর্ব জুরাইনের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে বদলে গেছে তার স্বাভাবিক জীবনযাত্রা। কারণ গ্যাস সংকটে দিনের বেলা বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়—কখন জ্বলবে চুলা। এরপর গ্যাস এলে একসঙ্গে তিন বেলার খাবার রান্না করতে হয়। কারণ ঘুম থেকে উঠে আর গ্যাসের দেখা মেলে না। বিস্তারিত পড়ুন...

দুর্বিষহ দিন পার করল চট্টগ্রাম নগরবাসী

চট্টগ্রাম নগরে পুরোপুরি বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। গতকাল শুক্রবার সকাল থেকে লাইনে গ্যাস না পাওয়ায় বাড়ি, রেস্তোরাঁয় রান্না হয়নি খাবার। ফলে দুর্ভোগে পড়েছেন নগরের লক্ষাধিক মানুষ। বৈদ্যুতিক চুলা ও লাকড়ি জ্বালিয়ে যেসব রেস্তোরাঁ রান্নার কাজ সেরেছে, সেখানে দেখা গেছে দীর্ঘ লাইন, মুহূর্তে শেষ হয়ে গেছে সব খাবার। গ্রাহকদের অভিযোগ, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ এ বিষয়ে আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার করেনি। ফলে প্রস্তুতি না থাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বিস্তারিত পড়ুন...

বেকায়দায় শিল্প প্রতিষ্ঠান

গ্যাস সরবরাহ কম হওয়ায় উৎপাদন কমে গেছে চট্টগ্রামের অনেক ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। একই অবস্থা তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোরও। সংকট রয়েছে চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ার। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ২০২৩ সালের মাঝামাঝি থেকে কমছে ক্রয়াদেশ। অসন্তোষ-ক্ষোভ ও চাপা উত্তেজনা চলছে এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের। বিস্তারিত পড়ুন...

দিনে জ্বলে না চুলা, চলছে বাসা বদল

রাজধানী ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন আবাসিক গ্যাস ব্যবহারকারীরা, অন্যদিকে ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প খাত। এর বাইরে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের জন্য হাহাকার। বিস্তারিত পড়ুন...

ব্যাহত উৎপাদন, ক্ষুব্ধ ক্রেতারা

নারায়ণগঞ্জে গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার সার্বিক উৎপাদন ৪০ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীরা। গ্যাস সংকটের কারণে ডায়িং ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। ফলে ক্রেতারা ক্ষুব্ধ হচ্ছেন, বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত পড়ুন...

বিকল্প জ্বালানিতে বাড়ছে খরচ

শিল্প এলাকা গাজীপুরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরেই বাসাবাড়ি ও শিল্পকারখানায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অর্ধেকে নেমে এসেছে পণ্য উৎপাদন। এ ছাড়া আবাসিক গ্রাহকরা সময়মতো গ্যাস না পাওয়ায় রান্নার কাজে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিন। বিস্তারিত পড়ুন...

বিষফোড়া অবৈধ সংযোগ

গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছে টঙ্গী এলাকার শিল্পকারখানাগুলো। পণ্য উৎপাদন অব্যাহত রাখতে গিয়ে জ্বালানি খরচ জোগাতে ভর্তুকি দিতে হচ্ছে মালিকদের। একই সঙ্গে রান্না আর পরিবহনের গ্যাসস্বল্পতাও এসব এলাকার দীর্ঘদিনের সমস্যা। তার ওপর বিষফোড়া অবৈধ সংযোগ। যদিও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি খরচ জোগাতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে টঙ্গীর শিল্পপ্রতিষ্ঠানগুলো। বিস্তারিত পড়ুন...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X