স্বামী বিবেকানন্দের ১৬২তম শুভ জন্মতিথি উদযাপিত হয়েছে। গত শুক্রবার ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বামীজির বিশেষ পূজা, ভক্তিগীতি সংগীত, বিবেকানন্দের জীবনী ও বাণী গ্রন্থ থেকে পাঠ, বৈদিক মন্ত্র উচ্চারণ এবং আলোচনা সভা হয়।
আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সন্ধ্যা আরতির পর বিবেকানন্দ ও আজকের সমাজ- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির ভাষণ প্রদান করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ এবং বাংলাদেশে রামকৃষ্ণ সঙ্গের পরম পূজ্যপাদ দীক্ষাগুরু মহারাজ।
অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা।
মন্তব্য করুন