কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

মরণোত্তর বিপিএম পদক পেলেন জ্যোতির্ময় সরকার

জ্যোতির্ময় সরকার। সৌজন্য ছবি
জ্যোতির্ময় সরকার। সৌজন্য ছবি

সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকারকে মরণোত্তর ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ পদকে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘পুলিশ সপ্তাহ-২০২৪’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

এ সময় জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বিপিএম পদক তুলে দেন শেখ হাসিনা।

জ্যোতির্ময় সরকার ২০১২ সালের ৩ জুন সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ওই বছরের ১১ নভেম্বর ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পরিবহন) পদে যোগদানের পর থেকে ২০২৪ সালের ১ জানুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত নিম্নলিখিত উল্লেখযোগ্য কর্মকাণ্ড সম্পাদন করেন:

ঢাকা মহানগরীর জনগণের সার্বিক নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা টহলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে সময়মতো যানবাহন পাঠানোসহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে বিশেষায়িত যানবাহন যেমন এপিসি, ওয়াটার ক্যানন, প্রিজনার্স ভ্যান, অ্যাম্বুলেন্স ইত্যাদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যথাসময়ে যথাস্থানে পাঠান। বিভিন্ন বিভাগের চাহিদার ভিত্তিতে স্ট্যান্ডবাই যানবাহন যথাসময়ে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেন। এছাড়াও ডিভিআইপি ডিআইটি/প্রটেকশনের জন্য যথাসময়ে যানবাহন পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ২ হাজার ৯৫৫টি গাড়ি রিকুইজিশন করা হয়। বিপুলসংখ্যক রিকুইজিশন করা গাড়ির যাবতীয় ব্যবস্থাপনা (পার্কিংয়ের স্থান নির্ধারণ, পার্কিং এলাকায় যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সঠিকভাবে জ্বালানি বিতরণ, ড্রাইভার হেলপারদের খোরাকী ভাতা সুষ্ঠুভাবে বণ্টন ইত্যাদি), রিকুইজিশনকরা গাড়ির সঙ্গে আগত ড্রাইভার, হেলপারদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জাতীয় নির্বাচনের কাজে ব্যবহৃত সরকারি যানবাহনের যাবতীয় ব্যবস্থাপনা অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেন। ফলে বিভিন্ন ভোটকেন্দ্রে যথাসময়ে নির্বাচন সামগ্রী এবং ফোর্স পাঠানো সহজ হয়েছে।

গত বছরের ২৮ অক্টোবর রাজনৈতিক দলসমূহের ডাকা সমাবেশে উচ্ছৃঙ্খল জনতাদের ছত্রভঙ্গ করার জন্য বিশেষায়িত যানবাহন এপিসি, ওয়াটার ক্যানন ইত্যাদি যথাসময়ে যথাস্থানে পাঠান। এছাড়াও বিশৃঙ্খল সংখ্যক জনতার হামলার ফলে আহত পুলিশ সদস্যদের সেবা প্রদানের জন্য যথাসময়ে যথাস্থানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের সেবা নিশ্চিতকরণের ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর

ফিল্মফেয়ারে রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

১০

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

১১

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

১২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

১৩

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

১৪

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৬

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১৭

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৮

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১৯

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

২০
X