ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী আবরার ফারদিন। থাকেন চীনে। ছুটিতে দেশে এসেই পড়লেন বিপদে।
বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত তিনি।
অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে আটকা পড়ার পর স্ট্যাটাস দিয়েছিলেন ফারদিন। যেখানে তিনি লিখেছেন, বেইলি রোডে আমি আগুনে আটকা পড়েছি। সবাই আমাকে মাফ করবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের ভেতর থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন