রাজধানীর বেইলি রোডের একটি ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন সাংবাদিক মারা গেছেন।
সাংবাদিক দুজন হলেন, অভিশ্রুতি শাস্ত্রী ও তুষার হাওলাদার। শাস্ত্রী দ্য রিপোর্ট ডট লাইভের ইলেকশন বিটের সাবেক সংবাদকর্মী। গত জানুয়ারি মাসে তিনি চাকরি ছেড়েছেন।
অপরদিকে তুষার হাওলাদার সর্বশেষ স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে তারা প্রাণ হারান। দুজনই দ্য রিপোর্টের সাবেক সহকর্মী ছিলেন।
তুষার হাওলাদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাশ করেছেন। আর অভিশ্রুতি শাস্ত্রী রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন