কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১২:৪৪ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

অগ্নিদুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের বৈঠক

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে বর্তমান পরিস্থিতির গভীরতা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের করণীয়বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ (সাবেক মহাপরিচালক), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান (সাবেক মহাপরিচালক), অধ্যাপক ড. জিল্লুর রহমান (ডিজস্টার সাইন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলেন্স, ঢাবি), অধ্যাপক ইশতিয়াক আহমেদ (সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট), স্থপতি মো. ইকবাল হাবিব (সহসভাপতি, বাপা), মো. নিয়াজ আলী চিশতি, সভাপতি, ইসাব প্রমুখ।

স্থপতি ইকবাল হাবিব বলেন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন অংশীদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে ঢাকাসহ সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত ভবনের তালিকা অনলাইনে প্রকাশ করার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ভবনের সামনে তা প্রকাশ্যে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেন নিয়মিত মোবাইল কোর্ট করতে পারে এ জন্য স্থায়ী ব্যবস্থা করা উচিত। এ ছাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের আইনগত অসামঞ্জস্য/বিরোধ দ্রুত সমন্বয় করা প্রয়োজন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান বলেন, শহরকেন্দ্রিক স্যাটেলাইট ফায়ার স্টেশন নির্মাণসহ ফায়ার সার্ভিসকে দুর্ঘটনার ধরন ভেদে স্পেশাল টিম তৈরি করতে হবে। এ ছাড়া রাজউক, সিটি করপোরেশন বা ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের আদান-প্রদানের ব্যবস্থা গ্রহণ করা উচিত। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ফায়ার কোড তৈরি করার পরামর্শ দেন তিনি।

অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হাইড্রেন্ট লাইন বসানোর ব্যবস্থা করা প্রয়োজন। ফায়ার সার্ভিসের স্থগিত বিধিমালা দ্রুত কার্যকর করতে হবে। ভবনের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ করতে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

অধ্যাপক ইশতিয়াক আহমেদ বলেন, রাজউক থেকে অকুপেন্সি সার্টিফিকেট নিয়ে যদি অকুপেন্সি পরিবর্তন করে তাহলে তা ফায়ার সার্ভিসকে জানাতে হবে এমন বিধান তৈরি করতে হবে। এ ছাড়া বিএনবিসির কিছু ধারা যুগোপযোগী করা উচিত। অগ্নিনির্বাপণে কার্যকর ভূমিকা রাখতে শহরের জলাশয় ও পুকুর সংরক্ষণ করতে হবে বলে তিনি পরামর্শ দেন।

নিয়াজ উদ্দিন চিশতী বলেন, শুধু অগ্নিনির্বাপণ সরঞ্জাম কিনে প্রতিষ্ঠানে ব্যবহার করলে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ করা যাবে না। অগ্নিনির্বাপণ সরঞ্জাম মানসম্মত কি না তা যাচাই করতে হবে, যেন তা কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৈঠকে অতিথিরা বর্তমান পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের করণীয় বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন। বৈঠকে কি নোট পেপার উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

পাকিস্তানের হাতে রাফাল ধ্বংস নিয়ে মুখ খুলল ফ্রান্স

গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়লেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতরা

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন : রিজভী

আত্মসমর্পণ করে জামিন পেলেন নির্মাতা চয়নিকা

জেদ্দা মাতাবে নগর বাউল

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার / ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫

থ্রিলার নয়, যুদ্ধ ছিল ‘ফ্যাঁকড়া’র শুটিং

পাকিস্তানজুড়ে ভারতের হামলা, ১২ ড্রোন ভূপাতিত

পালিয়ে ক্লান্ত খুনের আসামি, থানায় আত্মসমর্পণ

১০

আবদুল হামিদের সঙ্গে আর কারা গেলেন  

১১

শক্তি দেখানোর আগেই হার মানা যুদ্ধজাহাজ

১২

পিএসসি সংস্কারসহ জবি শিক্ষার্থীদের ১০ দাবি 

১৩

ময়মনসিংহে আ.লীগ নেতাকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল

১৪

ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়, সেটি সামনে রেখে এগুচ্ছে কমিশন : আলী রীয়াজ

১৫

শাকিব খানের ‘তাণ্ডব’এ জয়া আহসান

১৬

ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে ঢাবিতে নিয়োগের নির্দেশ

১৭

‘চায়না দুয়ারী’ জালের ছড়াছড়ি, অস্তিত্ব সংকটে দেশীয় মাছ

১৮

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পঞ্চম ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার

১৯

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবলীগ নেতা আটক

২০
X