কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১১:০৭ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি জাহাজ জিম্মির লোমহর্ষক বর্ণনা

এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ভারত মহাসাগরে প্রায় ৫০ জলদস্যু বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’ জিম্মি করে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে রেখেছে। ভয় দেখাতে ছুড়ছে একের পর এক গুলি। এরই মধ্যে জাহাজের চিফ অফিসার মো. আবদুল্লাহ গোপনে মালিকের কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছে। ৩ মিনিট ৩৪ সেকেন্ডের সেই অডিও বার্তায় জিম্মিদশার পুরো ঘটনা বর্ণনা করেছেন। দেশে পরিবারকে দেখেশুনে রাখার আকুতি জানিয়েছেন।

মো. আবদুল্লাহ তার অডিও বার্তায় জানান,

জাহাজটিতে খাবার পানি আছে অল্প পরিমাণ। যা দিয়ে আর ২০-২৫ দিন টিকে থাকা যাবে। এমনকি কার্গোগুলো একটু এদিক সেদিক হলেই অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ বিপদ আসতে পারে।

সোমালিয়ান জলদস্যুরা জাহাজে ওঠার পর কার সঙ্গে কী আচরণ করেছে সেই বর্ণনাও দিয়েছেন তিনি। অডিও বার্তার শুরুতেই সালাম দিয়ে তার নাম বলেন। জানান, সাড়ে ১০টার সময় একটা হাইস্পিড বোট জাহাজের দিকে আসতে দেখে এলার্ম বাজানো হয়। সহায়তার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিলেও তারা রিসিভ করেনি। এর মধ্যে জলদস্যু চলে আসে।

জাহাজে উঠেই দস্যুরা ক্যাপ্টেন ও সেকেন্ড অফিসারকে জিম্মি করে। এরপর সবাইকে একসঙ্গে করে ফাঁকা গুলি ছোড়ে। সেকেন্ড অফিসারকে হালকা মারধর করেছে তবে আর কারও গায়ে হাত তোলেনি তারা।

এর কয়েক মিনিটের মধ্যে ফিশিং বোট নিয়ে আরও জলদস্যু আসতে থাকে। সবার হাতেই প্রায় অস্ত্র ছিল। নানা ভয়ভীতি দেখাচ্ছিল। এ সময় তাদের বোটের তেল শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশি জাহাজের পাম্প দিয়ে তেল নিয়ে নেয়। এরপর জাহাজের ইঞ্জিনও বন্ধ করে দেয় তারা।

অডিও বার্তায় জানানো হয়, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজেরও কোনো ক্ষতি হয়নি। তবে সবাই ভয়ে আছে। জাহাজে থাকা সবার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে দেশে পরিবারকে দেখে রাখার আকুতি জানান ওই কর্মকর্তা। তাদের সান্ত্বনা জানানোর কথাও বলেন।

তবে শোনা যাচ্ছে, জিম্মি দশায় থাকা নাবিকদের কাছে বিপুল অর্থ দাবি করা হচ্ছে। দ্রুত টাকা না দিলে মেরে ফেলার কথাও বলছে তারা।

আরেকটি কোম্পানির জাহাজে কর্মরত চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার আরমান হোসেন বাবু নামের একজনের কাছে অডিওবার্তায় এক নাবিক (নাম জানা সম্ভব হয়নি) বলেছেন, ‘আমাদের ভয়ভীতি দেখাচ্ছে ডাকাতরা (জলদস্যু)। আমি ওয়াশরুম থেকে ভয়েস দিচ্ছি। ওরা সাত-আটজন আছে। আমাদের ওদের ডেরায় নিয়ে যাবে। ওদের সবার কাছে গান (অস্ত্র) আছে।’

অডিওবার্তায় আরও বলা হয়, ‘আমরা মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাইয়ের পথে যাচ্ছিলাম। ওরা (জলদস্যু) দুই মাস আগে ইরানি একটি ফিশিং বোট আটক করেছিল। ওটা আমাদের জাহাজের সঙ্গে বর্তমানে বাঁধা আছে। ওটা থেকেই মূলত জলদস্যুরা আমাদের আক্রমণ করে। ওই ফিশিং বোটটা ওরা হয়তো ছেড়ে দেবে। ওই বোটের জন্য আমরা ডিজেল দিলাম। আমাদের নিয়ে ওরা হয়তো ওদের আস্তানায় চলে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: জাহাজ ছিনতাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা থেকে ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ

প্যারিসে আর্সেনালের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি

স্বাস্থ্য পরামর্শ / থ্যালাসেমিয়া রোগীকে বাঁচাতে প্রয়োজন রক্তদাতাদের গ্রুপ

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি

এই যুদ্ধ পরিস্থিতিতে কেউই বিজয়ী হবে না : সাইফুল হক

ঘটনা তদন্তে কমিটি / নতুন বাড়ি করার জন্য বটগাছটি বিক্রির দাবি মালিকের

সীমান্তের গেইট খুলে ১৫ বাংলাদেশিকে ‘পুশ ইন’ বিএসএফের

এনসিপি স্বাস্থ্য উইং প্রস্তুতি কমিটি গঠন

শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিল ঢাবি ছাত্রদল

হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন জুবাইদা রহমান

১০

গুরুতর অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ দূতাবাসের বিমানের টিকেট হস্তান্তর

১১

আসামি ছিনিয়ে নেওয়ায় মামলা, অভিযানে আটক ৭

১২

পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া নবজাতকের, বেড়ে উঠবে শিশু নিবাসে

১৩

পরীক্ষায় উত্তর বলে দেওয়ায় আটক ১০ শিক্ষক

১৪

তরুণদের মেধা, জ্ঞান ও স্বপ্নকে ধারণ করতে চায় বিএনপি : বুলু

১৫

ভারত-পাকিস্তান সংঘাত, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

১৬

চট্টগ্রামে জোড়া খুন / ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী ৫ দিনের রিমান্ডে

১৭

প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে : শেহবাজ

১৮

দুই শিক্ষকসহ ৭১ জনের বিরুদ্ধে বেরোবি প্রশাসনের মামলা

১৯

স্বামীর সঙ্গে সংসার করার দাবিতে স্ত্রীর অনশন

২০
X