কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা

ভোটকেন্দ্রে ঢুকতে সাংবাদিকদের বাধা দেওয়া হচ্ছে। ছবি: কালবেলা
ভোটকেন্দ্রে ঢুকতে সাংবাদিকদের বাধা দেওয়া হচ্ছে। ছবি: কালবেলা

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে গিয়ে সাংবাদিকরা ভোটের পরিস্থিতি জানার চেষ্টা করছেন। এর মধ্যে সংবাদ সংগ্রহের জন্য একটি কেন্দ্রে সাংবাদিকরা ঢুকতে গেলে বাধা দেওয়ার চেষ্টা করে কর্তব্যরত আনসার বাহিনী।

সোমবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভোটের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য ওই কেন্দ্রে ঢুকতে গেলে প্রথমে আনসার বাহিনী সাংবাদিকদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কালবেলার প্রতিবেদকসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের বাধা দেওয়া হয়।

কেন বাধা দেওয়া হচ্ছে জানতে চাইলে আনসার বাহিনীর সদস্যরা জানান, ভেতরে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে। তারা এটাও জানান যে, প্রিসাইডিং অফিসার আমাদের পারমিশন দেয়নি। তাই তাদের কিছু করার নেই।

সাংবাদিকদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না জানতে চাইলে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ করিম বলেন, ‘আমরা এ ধরনের কোনো আদেশ তাদের দেইনি। আপনারা আসবেন আমাদের বিষয়ে জানবেন, কতটুকু ভোট কাস্টিং হয়েছে, ভোটাররা আসছে কিনা, ভোট সুষ্ঠু হয়েছে কিনা এসব সম্পর্কে জানবেন।’

আরও অনেক সাংবাদিক আসছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠসহ অনেক মিডিয়া আসছে।’

যাদের মিডিয়া কার্ড নেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে কিন্তু কার্ডধারীদের ঢুকতে দিচ্ছে না এমনটা কেন জানতে চাইলে মাসুদ করিম বলেন, ‘আমার সঙ্গে সকাল থেকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় অনেক সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে। প্রশাসন যারা আছেন তারা তো সবাইকেই ঢুকতে দিচ্ছে।’ এর আগে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হচ্ছে ব্যালটে। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

১০

পার্লামেন্টে ইরানের সব কূটনীতিককে নিষিদ্ধ করল ইইউ

১১

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

১২

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

১৩

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

১৪

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

১৫

বিএনপির প্রার্থীকে শোকজ

১৬

রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

১৭

এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

১৯

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

২০
X