সরকারি নিয়মে বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, চিকিৎসা ভাতা, সরকারি শিক্ষকদের মতো এমপিওভুক্ত শিক্ষকদেরও পেনশনে অন্তর্ভুক্ত করা, ইনডেক্সধারীদের বদলি এবং কমিশন গঠন করে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। পরে একই বিষয়ে শিক্ষা সচিবকেও স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে, জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা বলেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, চিকিৎসাভাতা প্রদান করলে বেতন-বৈষম্য অনেকটা কমে আসবে এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কাজ আরও সহজ হবে। বর্তমানে দেওয়া বেতনভাতা তুলনামূলক অপ্রতুল। অভাব-অনটন বজায় রেখে কোনো কিছুরই লক্ষ্য অর্জন হয় না।
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সহসভাপতি মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, পরিবেশবিষয়ক সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, কেন্দ্রীয় সদস্য মাওলানা সাইফুল ইসলাম মজুমদার, জাতীয় পরিষদ সদস্য ওসমান গণি প্রমুখ।
এ সময় নেতারা বলেন, ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা হলে তারা নিজ নিজ জেলায় গিয়ে পাঠদান করবেন। পরিবার-পরিজন নিয়ে থাকতে পারবে। যেহেতু বেতন-ভাতা কম সেহেতু নিজ এলাকায় শিক্ষকদের কার্যক্রম পরিচালনা করলেই ভালো হয়।
তারা আরও বলেন, শিক্ষাকে যুগোপযোগী করতে বর্তমান কারিকুলামকে এগিয়ে নিতে হবে। আরও পর্যবেক্ষণ করে কারিকুলাম পরিশীলিত করে একটি বিজ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
মন্তব্য করুন