কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিকসকে অনেক কিছু দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের : দীপু মনি

ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত
ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশকে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন কীভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে।

মস্কোর স্থানীয় সময় গত মঙ্গলবার (১১ জুন) ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন তিনি। ব্রিকস বৈঠকে বাংলাদেশের জলবায়ু দুর্বলতা এবং অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন দীপু মনি।

ব্রিকস মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তৃতাকালে তিনি বলেন, বিকাশমান অর্থনীতির দেশের জোট ব্রিকসে যুক্ত হওয়ার সুযোগ পেলে বাংলাদেশ জোটটিকে অনেক কিছু দেওয়ার সক্ষমতা রাখে। এ সময় ব্রিকস দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে এবং ব্রিকসে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার এক নতুন যুগের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দীপু মনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার নিজনি নভগোরোডে ১০ থেকে ১১ জুন পর্যন্ত ব্রিকসের পররাষ্ট্র/আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের দ্বিতীয় দিনে, রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সভাপতিত্বে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ব্রিকস সংলাপ শীর্ষক একটি মন্ত্রী পর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বক্তৃতায় দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ গত দেড় দশকে অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। প্রধানত কৃষিভিত্তিক দেশ থেকে বাংলাদেশ কীভাবে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হিসেবে নিজেকে রূপান্তরিত করেছে সে বিষয়ে তিনি আলোচনা করেন।

বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি আমন্ত্রিত দেশ এবং ১০টি ব্রিকস সদস্য রাষ্ট্র দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নেয়।

প্রসঙ্গত, অনেক দিন ধরে ব্রিকসে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ব্রিকসের দক্ষিণ আফ্রিকা সম্মেলনে বাংলাদেশ জোটটিতে যুক্ত হচ্ছে এমন খবর চাউর হয়। তবে শেষ পর্যন্ত ব্রিকসে যুক্ত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আপাতত নতুন সদস্য নিতে রাজি নয় ব্রিকস। তবে অংশীদার রাষ্ট্র যুক্ত করতে চায় ব্রিকস। যার ফলে ব্রিকসে বাংলাদেশের যুক্ত হতে আরও অপেক্ষা বেড়েছে।

এর আগে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ১ জুন বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর হজে যাওয়ার তারিখ আগে চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে মস্কোতে সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X