জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা ড. মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে ৩ সদস্যের টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসিন এ তথ্য জানান।
তিনি বলেন, এনবিআর সদস্য ড. মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে গত ৪ জুন কমিশন একটি অনুসন্ধান টিমের মাধ্যমে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে একজন উপপরিচালককে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা তাদের কাজও শুরু করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব আরও বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা পূর্বের অভিযোগও পর্যালোচনা করা হবে।
মন্তব্য করুন