আগামী ২৮ ও ৩০ জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকায় সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে আইজিপি কার্যালয়ে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টায় সশরীরের একটি প্রতিনিধিদল আইজিপি কার্যালয়ে যাবে।
আইজিপির সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানাবে দলটি।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৮ জুলাই দেশের বিভাগীয় শহরে এবং ৩০ জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট রাজধানী ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মন্তব্য করুন