রায়হান রাসেল
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গ্যারেজ নয়, সিদ্ধান্ত আসুক টেবিল থেকে

বাড়ির গ্যারেজে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন। ছবি : সৌজন্য
বাড়ির গ্যারেজে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন। ছবি : সৌজন্য

‘ক্রিকেট’—দেশের কোটি কোটি মানুষের হৃদস্পন্দন, আবেগ আর ভালোবাসায় মোড়ানো। বাংলাদেশের প্রতিটি জয়ে এক কাতারে নেমে আসেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ। সবকিছু ভুলে সাকিব-তামিমের মতো মেতে ওঠেন জয়োৎসবে।

বিশেষজ্ঞদের মতে দেশের ক্রিকেটের পাইপলাইন যথেষ্ট শক্ত নয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার অভাব নেই। তবে এই প্রতিভাকে আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করার লক্ষ্যে প্রস্তুত হওয়ার জন্য যে পরিকল্পনা প্রয়োজন তার অভাব রয়েছে। রয়েছে বিসিবির কাজের পেশাদারত্বের ঘাটতি।

গত কয়েক দিনের ঘটনা সামনে আনলেই পরিষ্কার হবে সিদ্ধান্ত গ্রহণে কতটা অপেশাদারত্ব দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাজে। আরও পরিষ্কার করে বললে অপেশাদারত্বকে হার মানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির গঠনতন্ত্রের ১৩ অনুচ্ছেদের ১ ধারায় বলা আছে, কার্যনির্বাহী সম্পাদনের জন্য ২৫ (পঁচিশ) সদস্যের একটি পরিচালনা পরিষদ থাকবে। সভাপতি ও সহসভাপতি ছাড়া সব সদস্য পরিচালক হিসেবে গণ্য হবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিচালকদের মধ্যে অধিকাংশের সম্মতির প্রয়োজন পড়বে।

কিন্তু বিসিবিতে কি এই ধারা চলছে? বেশ কয়েকটি কার্যক্রম পর্যবেক্ষণে বলতে হচ্ছে সঠিকভাবে চলছে না বোর্ড। বরং বোর্ড টেবিলের গ্যারেজ বা পার্কিং এরিয়া হয়ে গেছে দেশের ক্রিকেটের অংশ। বাড়তে বাড়তে সেই অংশীদারত্ব এখন হয়ে গেছে বিসিবির উপশাখা।

সম্প্রতি দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত সংবাদ সম্মেলন হয়েছে এই গ্যারেজে। একটি পূর্ব ঘোষণা দিয়ে। অন্যটি কোনো প্রকার ঘোষণা ছাড়াই। আলোচিত সেই গ্যারেজটির অবস্থান গুলশান-২ এর একটি বাসাতে। ‘আইভি লেগেসি’ নামের বাসভবনটি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। বর্তমানে এই গ্যারেজটি দেশের ক্রিকেট ইতিহাসের অংশ বললে মোটেও ভুল বলা হবে না।

কারণ এই গ্যারেজে অধিনায়কত্ব ছেড়েছেন জাতীয় দলের দুই অধিনায়ক। আবার নিয়োগ পেয়েছেন নতুন অধিনায়ক। এই গ্যারেজ থেকে গত বছর মে মাসে টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল হক। আবার এই গ্যারেজ থেকেই চলতি বছর ৩ আগস্ট ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন তামিম ইকবাল। আবার এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করার ঘোষণা আসে এই গ্যারেজ থেকে। এভাবে দেশের ক্রিকেটের অনেক ঘটনার সাক্ষী হয়ে যাচ্ছে বিসিবি সভাপতির বাসার গ্যারেজটি।

মিরপুরকে বলা হয় হোম অব ক্রিকেট। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছে আধুনিক সংবাদ সম্মেলনকক্ষ। আবার বড় বড় সিদ্ধান্ত জানাতে কনফারেন্স হল ভাড়া করে সংবাদ সম্মেলন করার মতো যথেষ্ট টাকাও রয়েছে বিসিবির।

তবু দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সব ঘোষণার কেন্দ্র হয়ে গিয়েছে গুলশান-২ এর ওই গ্যারেজটি। বিসিবি চাইলে এই গ্যারেজটিকে ক্রিকেটীয় সাজে সজ্জিত করতে পারে। পার্কিং এরিয়ার যে কোনো একটি অংশে মঞ্চ বানিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনকক্ষ বানাতেও পারে। শুধু বিসিবির একটি ব্যাকড্রপ লাগিয়ে দিলে তা হয়ে যাবে।

এ ছাড়া কিছু গণমাধ্যমেও প্রবণতা রয়েছে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদকদের মাঝে এই প্রবণতা বেশি দেখা যায়। যেন গুলশানের গ্যারেজটি বিসিবির শাখা অফিস।

মিরপুরে বিসিবির সংবাদ সম্মেলনকক্ষ বাদ দিয়ে কেন এই গ্যারেজে নিতে হবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে সবকিছু ছাপিয়ে বিস্ময়কর হলেও সত্য এই গ্যারেজটি এখন দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য এক অংশ। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই।

অর্থ, মান, বিনিয়োগ ও জনপ্রিয়তার দিক থেকে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে এগিয়ে ক্রিকেট। একই সঙ্গে অর্থবিত্তে বিসিবির ধারের কাছে নেই দেশের কোনো ক্রীড়া সংস্থা। এমনকি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দেশের যে কোনো ক্রীড়া ফেডারেশন থেকে অনেক বেশি। কিন্তু পেশাদারত্বের প্রশ্নে বিসিবির অবস্থান পড়ে যায় তলানিতে।

অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল হক-তামিম ইকবাল আর সাকিব হলেন বিশ্বকাপের অধিনায়ক। ঘোষণাটা এসেছে বোর্ড সভাপতির গ্যারেজ থেকে। বিশ্বের আর কোনো দেশের ক্রিকেট বোর্ডে এমন ঘটনার নজির নেই। আর ভবিষ্যতে ঘটবে বলেও মনে হয় না।

বিসিবির অপেশাদারত্ব ফুটে উঠে আরও একটি চিত্রে। ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঘিরে বোর্ড পরিচালকদের মধ্যে ছবি তোলার ধুম পড়ে। এমন দৃশ্য আর দেখা যায় না বিশ্বের অন্য দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের মধ্যে। এখানেও যেন পেশাদারত্বের তোয়াক্কা করেনি বিসিবি। অনেকটা উদাসীনভাবে অপ্রয়োজনীয়তার বেড়াজাল তৈরি করে সবকিছুর প্রবেশ ঘটিয়ে যেন পুরো প্রক্রিয়াটাই স্বাভাবিক করে তুলেছে ক্রিকেট বোর্ড। আর আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী হওয়ার পরও নিজেদের ভাবমূর্তি বাড়াতে পারছে না বিসিবি।

সচরাচর গাড়ির কাচ ভাঙার ভয়ে বড় বড় অ্যাপার্টমেন্টের গ্যারেজে ক্রিকেট খেলার অনুমতি পান না বাচ্চারা। এখন বাচ্চারা যদি বড়দের বলে উঠে ‘আমরা তো শুধু গ্যারেজে খেলার অনুমতি চাই, আর তোমরা তো দেশের ক্রিকেট চালাও সেখান থেকে।’ এতে কি লজ্জা হবে বিসিবির?

রায়হান রাসেল: ক্রীড়া সাংবাদিক

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ

ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

আর্জেন্টিনার আগেই এশিয়া সফরে আসছে ব্রাজিল, জেনে নিন ম্যাচসূচি

দুর্ভিক্ষের গাজায় পদে পদে বিপদ, নিহত আরও ৬৪

বৃষ্টিতে বাইক চালাতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

যুবকের কাণ্ডে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের আজ

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

১০

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

১১

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

১২

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

১৩

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

১৪

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১৫

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৬

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

১৭

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৮

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১৯

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

২০
X