রানা সরকার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এই শহরে বেঁচে থাকাটাই ভয়!

রানা সরকার। ছবি : সংগৃহীত
রানা সরকার। ছবি : সংগৃহীত

২০২২ সালে ঢাকায় নির্মাণাধীন একটি ফ্লাইওভারের কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে এক পরিবারের পাঁচজন সদস্য প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহ দৃশ্যের পর পুরো দেশ কেঁপে উঠেছিল। মনে হয়েছিল, এবার হয়তো কিছু শিক্ষা হবে, নিরাপত্তা মানদণ্ডগুলো পুনর্বিবেচনা করা হবে। কিন্তু না! সময় গড়িয়েছে, স্মৃতি মুছে গেছে, আর অব্যবস্থাপনা আরও গভীর শিকড় গেড়েছে।

সাম্প্রতিক এক ঘটনায় আবারও সেই ভয়াবহতা ফিরে এসেছে। রাজধানীর মেট্রোরেল প্রকল্পের একটি পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ নিচে পড়ে নিহত হয়েছেন একজন পথচারী। এর আগেই বিমানবন্দর এলাকায় ফুটপাথে হাঁটতে থাকা তিনজনের ওপর উঠে যায় একটি প্রাইভেটকার, ঘটনাস্থলেই তিনজনই মারা যান। গত জুলাইয়ে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ফুটপাতে হাঁটার সময় ঢাকনাবিহীন ম্যানহলে পড়ে এক নারী পথচারীর মৃত্যু হয়।

এ ঘটনাগুলো আর ‘দুর্ঘটনা’ নয়, এগুলো আমাদের প্রশাসনিক ব্যর্থতা, অব্যবস্থাপনা ও জবাবদিহিতাহীনতার নির্মম প্রতিচ্ছবি। এখন নাগরিক নিরাপত্তা যেন ভাগ্যের ওপর নির্ভর করছে। রাস্তায় হাঁটা, গাড়িতে ওঠা, এমনকি নিজের ঘরেও থাকা—সবকিছুই অনিশ্চয়তায় ঘেরা।

একজন তরুণ নাগরিক ও অ্যাক্টিভিস্ট হিসেবে যখন প্রতিদিন এসব মৃত্যুর খবর দেখি, মনে হয় আমরা এক অনিরাপদ বৃত্তে আটকে আছি। প্রকল্পনির্ভর উন্নয়ন হয়েছে, কিন্তু সেই উন্নয়নে মানুষের নিরাপত্তার স্থান হয়নি। নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা—সবকিছুই যেন এক ধরনের প্রদর্শনী; বাস্তব প্রয়োগ নেই।

এ দেশে এখন মৃত্যু এতটাই সহজ হয়ে গেছে যে কখন, কোথায়, কীভাবে প্রাণ হারাতে হবে—তা হয়তো স্বয়ং আজরাইলও জানেন না! কেউ ফ্লাইওভারের নিচে পড়ে মারা যাচ্ছেন, কেউ ফুটপাথে হাঁটতে গিয়ে, কেউ আবার রাস্তার পাশে দাঁড়িয়ে। অথচ প্রতিটি মৃত্যু প্রতিরোধযোগ্য ছিল, যদি সামান্য দায়িত্ববোধ থাকত, যদি কেউ জবাবদিহি করত।

আমরা যারা তরুণ, তারা প্রতিদিন এই বাস্তবতার সঙ্গে যুদ্ধ করছি। আমাদের স্বপ্নগুলো থেমে যাচ্ছে ভয় ও অনিশ্চয়তার দেয়ালে। একটা সময় মনে হয়, এ অনিরাপদ নগর, অনিশ্চিত দেশ ত্যাগ করলেই হয়তো একটু শান্তি মিলবে।

কিন্তু দেশ ছেড়ে পালানো কোনো সমাধান নয়। বরং এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে—

১. নগর নির্মাণে কঠোর নিরাপত্তা মানদণ্ড

যে কোনো সরকারি বা বেসরকারি নির্মাণ প্রকল্পে কাজ শুরুর আগে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করতে হবে। প্রকল্প তদারকি সংস্থার পাশাপাশি একটি স্বাধীন নাগরিক নিরাপত্তা কমিশন গঠন জরুরি।

২. জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা

দুর্ঘটনা ঘটলে শুধু তদন্ত কমিটি গঠন নয়, দোষীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিতে হবে। অপরাধ করলে প্রকৌশলী, ঠিকাদার বা কর্মকর্তারা দায়মুক্তি পাবেন না—এই বার্তা পৌঁছে দিতে হবে বাস্তব পদক্ষেপের মাধ্যমে।

৩. নগর পরিকল্পনায় ‘মানুষ’কে প্রাধান্য দিন

শহরের উন্নয়ন হবে মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র করে—শুধু অবকাঠামোর বাহারি রূপ নয়। ফুটপাথ, রাস্তা, পার্কিং—সবকিছুর পরিকল্পনায় নাগরিক জীবনের নিরাপত্তা থাকতে হবে মূল বিবেচনায়।

৪. নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ

শুধু সরকারের দিকে তাকিয়ে থাকা নয়, নাগরিক সমাজকেও আরও সচেতন হতে হবে। যেখানে ঝুঁকি দেখবেন, সেখানে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, রিপোর্ট করুন। নাগরিক পর্যায়ে চাপ সৃষ্টি করলেই পরিবর্তন সম্ভব।

আমরা হয়তো সবকিছু একদিনে বদলাতে পারব না, কিন্তু নীরব থাকলে কিছুই বদলাবে না। এখনই সময় দায়িত্বশীলতার সংস্কৃতি গড়ে তোলার—যেখানে প্রতিটি জীবনের মূল্য থাকবে উন্নয়নের কেন্দ্রে, পিলারের নিচে নয়।

লেখক : রানা সরকার, ইয়ুথ অ্যাক্টিভিস্ট ও শিক্ষার্থী আইন বিভাগ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্বাসউদ্দীন আহমদ :  সংগীত তত্ত্ব ও গ্রামোফোন যুগের সংগ্রাম

‘অভিযুক্ত যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন’

হোমিওপ্যাথিকের আড়ালে অ্যালকোহল বিক্রি, অতঃপর...

ওয়ালটনের বিজ্ঞাপনে সিয়াম আহমেদ

নেতাদের পিছে ঘোরা বন্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’, রেকর্ড ভাঙা ধ্বংসের আশঙ্কা

বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সেলিম ভুঁইয়া

টিকিট বিক্রির পাওনা টাকা পরিশোধ না করে পালানোর অভিযোগ

শেষ বিজয় হবে জনগণের : ডা. জাহিদ

১০

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

১১

তথ্য অধিদপ্তরের ৪৫ পদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল

১২

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই : আমিনুল হক

১৩

আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ : আইনুল ইসলাম

১৪

থাইল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচেও বড় হার ঋতুপর্ণাদের

১৫

বিইউএফটিতে পাবলিক স্পিকিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

১৬

প্রয়াত ছাত্রনেতার ইচ্ছা পূরণ করলেন ছাত্রদল নেতা

১৭

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

১৮

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

১৯

সাড়া ফেলেছে ‘পিতা পুত্রের বয়স’

২০
X