রাবিয়া আলী
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ
আনাদোলু এজেন্সি থেকে

দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল : আন্তর্জাতিক আদালতে কার পাল্লা ভারি?

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে কঠোর আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েল। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বিচারিক কার্যক্রম। আইসিজে বিচারগৃহে দু-পক্ষেই লড়বেন নামকরা সব আইনজীবী ও আইনবিশারদরা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় এই বিশেষ ট্রাইব্যুনাল শুরু হচ্ছে।

আইসিজে আদালতে ইসরায়েলের বিরুদ্ধে ৮৪ পৃষ্ঠার অভিযোগপত্র উপস্থাপন করেছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের দ্য হেগ-এর আদালতে উপস্থাপন করা অভিযোগপত্রে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, গত অক্টোবর থেকে এই গণহত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরায়েল। এছাড়া গাজার ২০ লাখ মানুষের জন্য পানি, খাবার ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস সরবরাহের পথ বন্ধ করে রেখেছে তারা। অবরুদ্ধ করে রেখেছে জ্বালানি, আশ্রয় এবং অন্যান্য মানবিক সহায়তাও।

দক্ষিণ আফ্রিকার করা অভিযোগ আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে দ্য হেগ-এর আইসিজে আদালত। বিচারকদের সামনে দুই দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন করবে উভয় পক্ষ। আদালতে লড়াইয়ের জন্য আইনজীবীও নির্বাচিত করেছে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল কর্তৃপক্ষ। কোন পক্ষে কারা লড়বেন এই আদালতে?

দক্ষিণ আফ্রিকা :

শীর্ষ মানের আন্তর্জাতিক আইনজীবীদের নিয়ে একটি দল গঠন করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই আইনজীবী দলকে স্বাগত জানিয়েছেন আইনি বিশেষজ্ঞরা।

গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী, এই আইনজীবী দলের নেতৃত্বে থাকবেন জন ডুগার্ড। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষ দূত তিনি। জন ডুগার্ড দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। ২০০৮ সালে আন্তর্জাতিক আদালতে বিশেষ ট্রাইব্যুনাল বিচারক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ডুগার্ড বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার যুদ্ধবাজ মন্ত্রিসভা এবং ইসরায়েলি সেনাবাহিনীর অনেক সদস্য যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অপরাধের জন্য দায়ী।’

দক্ষিণ আফ্রিকার আইনি দলের অন্যান্য উল্লেখযোগ্য সদস্যের মধ্যে রয়েছেন, সিনিয়র কাউন্সেল আদিলা হাসাম, জোহানেসবার্গ বারের একজন অ্যাডভোকেট টেম্বেকা এনগকুকাইতোবি এবং আন্তর্জাতিক আইনজীবী ম্যাক্স ডু প্লেসিস। দলে আরও রয়েছেন, আইনজীবী শিদিসো রামোগালে, সারাহ পুডিফিন-জোনস এবং লেরাটো জিকালালা। আইনজীবী দলকে পরামর্শ প্রদান করছেন, খ্যাতি সম্পন্ন আইনবিশারদ আইরিশ আইনজীবী ব্লিন নি ঘ্রালাই এবং ব্রিটিশ ব্যারিস্টার ভন লো।

ইজরায়েল :

আদালতে লড়ার জন্য ইসরায়েল তার আইনজীবী দলের নেতৃত্বের জন্য বেছে নিয়েছে ম্যালকম-শ কে। ইসরায়েলি দৈনিক হারেৎজ’র প্রতিবেদন অনুযায়ী, ম্যালকম-শ কে আন্তর্জাতিক আইনের বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি পূর্বেও আন্তর্জাতিক আদালতের বিচারিক ট্রাইব্যুনালে উপস্থিত থেকেছেন।

আঞ্চলিক বিরোধের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আন্তর্জাতিক খ্যাতি রয়েছে তার। সমুদ্র আইন, রাষ্ট্র উত্তরাধিকার, বিদেশি সরকার এবং রাষ্ট্রের স্বীকৃতি, মানবাধিকার, স্ব-নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সালিশি এবং আন্তর্জাতিক সংস্থার বিচারিক পরামর্শ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি যুক্তরাজ্য, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, সার্বিয়াসহ বিভিন্ন সরকারকে পরামর্শ দিয়েছেন।

ম্যালকম-শ এর আগে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস এবং বিশ্বের অন্যান্য শীর্ষ আদালতের একাধিক মামলায় যুক্ত ছিলেন। ইসরায়েলের আইনজীবী দলে চারজন আইরিশ আইনজীবী রয়েছেন বলে জানা গেছে তবে তাদের নাম এবং বিশদ এখনো ঘোষণা করা হয়নি।

বিশেষ ট্রাইব্রনাল বিচারকরা :

আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) এর ১৫ জন বিচারক ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার শুনানি করবেন। তারা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জার্মানি, ভারত, লেবানন এবং মরক্কোসহ বিভিন্ন দেশের নাগরিক।

আইসিজের নিয়ম অনুযায়ী, মামলার বাদী এবং বিবাদী উভয় দেশের বা জাতীয়তার একজন করে বিচারক বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক হতে পারেন। তবে তিনি সেই দেশের অবসরপ্রাপ্ত হতে হবে। ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকা উভয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

ইসরায়েল নিজ দেশ থেকে বিশেষ ট্রাইব্যুনাল বিচারক হিসেবে বেছে নিয়েছে ইসরায়েল সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি হারুন বারাককে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বারাক গাজায় ইসরায়েলের যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং দাবি করেছেন, গাজায় সামরিক আক্রমণ মানবিক আইন লঙ্ঘন করেনি। ২০০৪ সালে আইসিজে কর্তৃক বেআইনি ঘোষণা করার রায়ের পরেও তিনি অধিকৃত পশ্চিম তীরে প্রাচীর নির্মাণে ইসরায়েলের সিদ্ধান্তকেও সমর্থন করেছিলেন।

দক্ষিণ আফ্রিকা নিজ দেশ থেকে বিশেষ ট্রাইব্রনাল বিচারক হিসেবে বেছে নিয়েছে বিচারপতি ডিকগ্যাং মোসেনেক কে। ডিকগ্যাং মোসেনেক দক্ষিণ আফ্রিকার সাবেক উপ-প্রধান বিচারপতি। তিনি দক্ষিণ আফ্রিকা এবং বিদেশে একটি বিশিষ্ট আইনি এবং একাডেমিক ক্যারিয়ারের অধিকারী।

রাবিয়া আলী : সাংবাদিক ও বিশ্লেষক, আনাদোলু এজেন্সি

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

ঢাবি উপাচার্যের বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপনের প্রতিবাদ কর্তৃপক্ষের

হাজার হাজার মার্কিনি নিচ্ছেন মেক্সিকোর নাগরিকত্ব

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর চায় : এসএম জাহাঙ্গীর

আরও একটি ট্রফি হাতছাড়া রোনালদোর

জাতীয় সনদে জনআকাঙ্ক্ষা থাকতে হবে : আ স ম রব

ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান সাদিক কায়েমের

মানুষ কেন হাই তোলে? গবেষণায় জানা গেল নতুন তথ্য

বেগম খালেদা জিয়া আপোষহীন নে‌ত্রী : ফরহাদ মজহার

মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরি, থানায় মামলা

১০

১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

কাঠগড়ায় টুলে বসলেন মাইটিভির নাসির, ৪০ মিনিট দাঁড়িয়ে ক্ষোভ আনিসুল-মেননের

১২

মির্জা ফখরুলের কাছে যেসব প্রশ্ন রাখলেন ফুয়াদ

১৩

মেঘনার দুই ইলিশ বিক্রি সাড়ে ১১ হাজার

১৪

ভারত বুঝতে পেরেছে, চীনের সঙ্গে বন্ধুত্বটা কেন দরকার

১৫

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৬

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে যে কারণে ‘সাপ’ বলেছিলেন মাস্ক

১৭

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

১৮

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

১৯

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

২০
X