কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৬:৩৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে সমাবেশ নিয়ে জামায়াতকে যা জানাল ডিএমপি

সাংবাাদিকদের সাথে কথা বলছেন অ্যাডভোকেট সাইফুর রহমান। ছবি : সংগৃহীত
সাংবাাদিকদের সাথে কথা বলছেন অ্যাডভোকেট সাইফুর রহমান। ছবি : সংগৃহীত

আগামী ১ আগস্ট দুপুর ২টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ করার সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ)।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সমাবেশের অনুমতি পেতে লিখিত আবেদন নিয়ে ডিএমপি কার্যালয়ে যায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের একটি প্রতিনিধিদল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান।

আরও পড়ুন: সরকারকে সিনেমা দেখাবেন নূর

অ্যাডভোকেট সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, রাজধানী ঢাকা আর দেশের অন্যান্য জেলা এক করে দেখার সুযোগ নেই। রাজধানীতে যে উৎসবের আমেজ শুরু হয়েছে, পুলিশ নিশ্চয় সেটি থামিয়ে দেবে না। জামায়াতে ইসলামী এর আগে অনুমতি নিয়ে নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমাবেশ করেছে।

এবারও পুলিশ সমাবেশ করার অনুমতি দেবে বলে আশা করছে জামায়াত।

ঘোষিত কর্মসূচির অনুমতি বা ডিএমপির আশ্বাস পেয়েছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, মূলত ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আমাদের কর্মসূচি পালনের আবেদনের কপিটি গ্রহণ করা হয়েছে।

যিনি আবেদনের কপি গ্রহণ করেছেন তিনি বলেছেন, আবেদনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে। তারা যে সিদ্ধান্ত নেবেন সেটি জামায়াতে ইসলামীকে পুনরায় জানিয়ে দেওয়া হবে।

অ্যাডভোকেট সাইফুর রহমান আরও বলেন, ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য পুলিশের পক্ষ থেকে যে সহযোগিতা দরকার, সেটি চাইতে আমরা এখানে আজকে লিখিত আবেদনসহ এসেছি। ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ মামুন মোস্তফার কার্যালয়ে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির অনুমতির জন্য আবেদন কপি জমা দেওয়া হয়েছে। কর্মসূচি পালনে বিস্তারিত প্রস্তুতির বিষয়টি তাদের অবহিত করেছি।

তিনি বলেন, গত ১০ জুনের সমাবেশ নিয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি তথা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। এই ধারাবাহিকতায় আগামী ১ আগস্ট ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি আমরা প্রত্যাশা করছি।

সাইফুর রহমানের নেতৃত্বে জামায়াতের ৭ সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, ব্যারিস্টার তারিকুল ইসলাম, অ্যাডভোকেট আজমত হোসাইন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট (মঙ্গলবার) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ শাখা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১০

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১১

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১২

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১৩

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

১৪

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

১৫

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

১৬

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

১৭

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

১৮

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১৯

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

২০
X