কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের আগ মুহূর্তে পিটার হাস-বিএনপির বৈঠকে কী হলো?

আমির খসরু মাহমুদ চৌধুরী, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
আমির খসরু মাহমুদ চৌধুরী, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ যত এগিয়ে আসছে বিদেশিদের তত্‌পরতা ততো বাড়ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত বাংলাদেশ নিয়ে সরব ভুমিকা রাখছে। মাঠের রাজনীতিতে সক্রিয় অবস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এবং তাদের সঙ্গীরা। এমন পরিস্থিতির মধ্যে আগামীকাল (২৭ জুলাই) ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সামাজিকমাধ্যমে লাইভে এসে সমাবেশ সফল করতে নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে এ দিনে মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। বায়তুল মোকাররম এলাকায় শান্তি সমাবেশ ডেকেছে দলটি।

তবে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে বিএনপির এই মহাসমাবেশ। এ দিন সরকার পতনের এক দফা ঘোষণা করা হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এক দফা আদায় করতে মাত্র ২৪ ঘণ্টার সময়ও বেধে দেয়া হবে বলে খবরে এসেছে। বিএনপির এই কর্মসূচীর দিন আরো ১০টি রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করেছে। ফলে রাজনীতির আকাশে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে সমাবেশের মাত্র একদিন আগে হঠাত্‌ করেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির কয়েকজন নেতা বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রাজধানী গুলশানের আমেরিকান ক্লাবে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে বৈঠক চলে পৌনে ১০টা পর্যন্ত। তবে বৈঠকে আলোচনার বিষয় কি ছিল সেটি জানা যায়নি।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিএনপির সমাবেশের আগের দিন পিটার হাসের এই বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে। কী কথা হলো পিটার হাসের সঙ্গে? তিনি কি কোনো পরামর্শ দিয়েছেন? নাকি বিএনপির পক্ষ থেকে কোনো কিছু জানাতে এই বৈঠক? বিষয়টি নিয়ে মুখ খোলেনি বিএনপির কেউ।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, ‘চলো চলো, ঢাকা চলো’ স্লোগান তুলে বিএনপির ৮২ সাংগঠনিক জেলার নেতাকর্মীরা আগামী বৃহস্পতিবার ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন। এরই মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দেওয়া হয়েছে। এই সমাবেশে কয়েক লাখ মানুষকে সমবেত করে একদফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে দলটি।

জানা গেছে, মহাসমাবেশ থেকে সরকারকে দুদিনের আলটিমেটাম দেওয়া হবে। ওই সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হলে সপ্তাহব্যাপী লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এরপর আগস্ট মাসজুড়েও কর্মসূচি অব্যাহত থাকবে। এভাবেই আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে চায় বিএনপি। তবে সরকার কঠোর অবস্থান বা রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করা হলে আন্দোলনের ধরন বদলানোর চিন্তাও রয়েছে।

আরও পড়ুন : মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

এদিকে মঙ্গলবার (২৫ জুলাই) নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজে অবাধে নিজেদের ভূমিকা পালনে সবার অধিকারকে সমর্থন করে। ‘বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।’

মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভীতি প্রদর্শন, জনগণকে সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকার প্রয়োগ থেকে বিরত রাখার জন্য সহিংসতার ব্যবহার এবং রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার থেকে বিরত রাখার জন্য পরিকল্পিত ব্যবস্থার ব্যবহার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

গুলির শব্দে কাঁপছে ইরান, হাসপাতালে লাশের স্তূপ

ক্লান্তির পরেও ঘুম আসছে না, কোনো খারাপ লক্ষণ নয়তো

এনসিপির ১২ নেতার পদত্যাগ

মা হলেন অদিতি মুন্সী

পোস্টাল ব্যালট দিয়ে প্রচারণা চালালে যেসব শাস্তির ঘোষণা দিল ইসি

দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ৮

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী গায়ক আর নেই

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

বিপিএল ছেড়ে চলে গেলেন তারকা বিদেশি ক্রিকেটার

১০

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

১১

মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

১২

নতুন জীবনে শেখ ইশতিয়াক

১৩

ইরানে হামলার পরিকল্পনা যেভাবে সাজাচ্ছেন ট্রাম্প

১৪

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪

১৫

নির্দিষ্ট সময়ের আগেই কর্ণফুলী পেপার মিলের ৯১৪ টন কাগজ ইসিতে

১৬

নিজের চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

১৭

কুলাউড়া সরকারি কলেজ / পাঁচ দশক পর প্রথম পুনর্মিলনীতে নবীন-প্রবীণদের মিলনমেলা

১৮

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬

১৯

মেন্টরস স্টাডি এব্রোডের আয়োজনে “স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড : ওপেন ডে”

২০
X