তরুণদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আজ বুধবার (০৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সেলিমা রহমান বলেন, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’- এই স্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, তা আপনারা তরুণদের নিয়ে বাস্তবায়ন করবেন।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব কয়টি অঙ্গ-সংগঠনকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আজকের দিনের তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। যেসব তরুণ স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করেছে, তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছি। ছাত্র-জনতার এই অর্জন ধরে রাখতে হবে।