ঢাকায় বিএনপির মহাসমাবেশে সংহতি প্রকাশ করে যোগ দিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। আজ শুক্রবার দুপুরে একাধিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগদান করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা বিএনপির সমাবেশে সংহতি প্রকাশ করেন। এসময় সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গনি চৌধুরী, মো. শহিদুল ইসলাম, খুরশিদ আলম, সৈয়দ আবদাল আহমেদ, রাশেদুল হক, আমিরুল ইসলাম কাগজী, সাইদ খান, খন্দকার আলমগীরসহ সাংবাদিক নেতারা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দেন।
আজকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর মিছিলে নেতৃত্ব দেন ইউট্যাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক তানভীর আহসান, অধ্যাপক সাজেদুল করিম, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আখতার হোসেন, হাবিবুর রহমান, অধ্যাপক আবুল হাসান অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক আবুল কালাম সরকার অধ্যাপক মনিরুদ্দীন জুয়েল।
এছাড়াও বিএনপির মহাসমাবেশে সংহতি জানিয়ে যোগদেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোঃ লুৎফর রহমান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালামের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।
মন্তব্য করুন