ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত হওয়া পরিবারের খোঁজ নিতে ভোলায় যান বিএনপির কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল। এ সময় তারা নিহতদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নেন।
আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে তারা ভোলা সদর উপজেলার নিহতদের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে প্রতিটি হত্যার বিচার দাবি করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতারা প্রথমে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাচিয়া গ্রামের নিহত ঈমনের কবর জেয়ারত করেন। পরে তারা সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার নিহতদের কবর জেয়ারত ও পরিবারের খোঁজখবর নেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা এখনো পালাতে পারেনি। তারা এখনো পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, তারা বিএনপিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দায় চাপাতে পাম্পে আগুন, মন্দির ও সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করছে। দেশি-বিদেশি মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা আত্মগোপনে থেকে এ কাজ চালিয়ে যাচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন