কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশৃঙ্খলাকারীদের দৃঢ় হাতে মোকাবিলা করা হবে : আমিনুল হক

বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মারা এখনো আনাচে কানাচে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এরা কোথাও যেন কেউ উশৃঙ্খলা ও বিশৃঙ্খল আচরণ করতে না পারে, এটা আপনাদের সতর্ক থেকে দৃঢ় হাতে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের মতো ভুল করব না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে, এই ভুল আপনাদের করলে কিন্তু চলবে না, যদি করেন তাহলে রাজনীতি ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমরা চাই- এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ যেভাবে বলবে, বাংলাদেশ ঠিক সেভাবে চলবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরাপূর্ব-তুরাগ- উত্তরা পশ্চিম-দক্ষিণখান-বিমানবন্দর-খিলক্ষেত-পল্লবীর থানা ও ওয়ার্ডের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী স্বৈরাচার সরকার হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে অত্যাচার নির্যাতন হামলা করেছে, হিন্দুদের মন্দিরে তারা আগুন দিয়ে তার দায় আবার বিএনপির উপর চাপিয়ে দিয়েছে- তাই এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে করে আমিনুল হক বলেন, আপনাদের নিজ নিজ এলাকায় হিন্দু ভাইদের যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো আপনারা পাহারা দিবেন। যেন কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।

দুষ্কৃতকারীর বিরুদ্ধে বিএনপির কোনো ছাড় নেই উল্লেখ করে তিনি বলেন, যারা লুটতরাজ, চাঁদাবাজি, দখলকারী তাদের সরাসরি পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। যদি আমার দলের লোকও কেউ হয়, তাকেও আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। এতে কোন ছাড় নেই।

অবস্থান কর্মসূচিগুলোতে মহানগর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, হাজী মোস্তফা জামান,আখতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজি মো. ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, এবিএমএ রাজ্জাক, মাহবুব আলম মন্টু, আফাজ উদ্দীন, সালাম সরকার, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজ, দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মো. আব্দুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি জহিরুল ইসলাম, মো. চান মিয়া, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক এসএম ফজলুল হক, যুগ্ম আহবায়ক মো. স্বপন, সিএম আনোয়ার হোসেন, মোবারক দেওয়ান,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জি. মজিবুল হক, যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিবসহ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচির পরে বিএনপি নেতা আমিনুল হক এর নেতৃত্বে পল্লবী ইস্টান হাউজিং থেকে এক বিশাল মিছিল দোয়ারীপাড়া, রুপনগর আ/এ মোড়, মিল্ক ভিটা মোড়, চলন্তিকা মোড়, মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড ঘুরে মিরপুর সাড়ে ১১ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে : ফখরুল ইসলাম

কাঁচামরিচের কেজি ৩৬০ টাকা

ঐকমত্য কমিশনের আলোচনা ৮০ শতাংশ ইতিবাচক : রাশেদ খান

হ্যান্ডশেকের পর এবার ভারত-পাকিস্তান ম্যাচে টস বিতর্ক

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

কোরআন অবমাননাকারীকে আইনের আওতায় আনতে হবে : মাওলানা রাব্বানী

গাজায় পৌঁছাতে পারেননি শহিদুল আলম, জানালেন সর্বশেষ পরিস্থিতি 

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে : পরিবেশ উপদেষ্টা

মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

১০

মুখের ব্রণ চেপে ফাটাচ্ছেন? হতে পারে যে ভয়াবহ রোগ

১১

ওয়াশিংটন পোস্টের জরিপ / গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় অধিকাংশ মার্কিন ইহুদি

১২

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

১৩

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

১৪

ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন, ভেসে উঠল দুজনের নিথর দেহ

১৫

ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ২২০ টন জব্দ

১৬

কখন এবং কতটা শক্তিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’?

১৭

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১৮

মতবিনিময় সভায় বক্তারা / মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

১৯

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

২০
X