গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা রাজপথে রক্ত দিচ্ছি, আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, আমরা শেখ হাসিনা সরকারের পতন না ঘটিয়ে কেউ ঘরে ফিরব না। আমরা অহিংস আন্দোলন করছি। শেখ হাসিনাকে বিদায় নিতে হবে।’
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একদফা দাবি আদায়ে শনিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাগে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, ‘একজন শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াই। এই সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই চলমান আন্দোলন হামলা, মামলা করে দমানো যাবে না। আমরা বিরোধী দলসমূহকে বলব- আগামীতে থানা ঘেরাও, গণভবন ঘেরাও কর্মসূচি দিতে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিরস্ত্রভাবে রাস্তায় দাঁড়িয়ে গেছি। আমাদের শক্তি এ দেশের জনগণ। আমরা পরিষ্কারভাবে বলছি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, অবৈধ সংসদ বিলুপ্ত করতে হবে- বিকল্প কোনো রাস্তা নেই। আওয়ামী লীগের পতন ঘনিয়ে আসছে। আপনারা ভয় পাবেন না। যে যেখানে আছেন, প্রতিরোধ গড়ে তুলুন। আমরা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ রাজপথে আছি।’
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ‘এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, এই আন্দোলন মুক্তিকামী মানুষের। তাই জনগণের উদ্দেশে বলছি- আপনারা যে যেখানে আছেন এই আন্দোলনে শরিক হোন।’
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার ও মাহফুজুর রহমান।
নুরুল হক নুরের নেতৃত্বে এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রায়েরবাগ থেকে শনিরআখড়া পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। এ ছাড়া গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে রাজধানীর বিমানবন্দরের কাছে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
মন্তব্য করুন