কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে : ফয়জুল করিম

গোলটেবিল বৈঠকে মুফতি ফয়জুল করিম। ছবি : কালবেলা
গোলটেবিল বৈঠকে মুফতি ফয়জুল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রধান নির্বাচন কমিশনসহ নির্বাচন কমিশনের পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে। আমি বলেছি অবৈধ নির্বাচনের হোতা নুরুল হুদা কমিশনের বিচার করতে না পারলেও তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করা হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘আগামীর বাংলাদেশ- যুবসমাজের প্রত্যাশা’-শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

সেখানে মুফতি ফয়জুল করিম বলেন, বিগত বাংলাদেশ কেমন ছিল এর ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে? গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা যত কথা বলেছে তার চেয়ে ভালো কথা তেমন কেউ বলেনি। এখানে মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ।

সুপ্রিমকোর্টের সম্পূর্ণ বেঞ্চ সরকার পরিবর্তনের পরে পদত্যাগ করাকে আপনি কী ভাববেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ দায়িত্বশীলরা পদত্যাগ করাকে কী বলা যাবে? অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আর নতুন বাংলাদেশ কেমন হবে? ৫ আগস্টের পর যে চাঁদাবাজ, দখলদারিত্ব চালিয়েছে তাদের ক্ষমতায় আনলে কী হবে? দেশের সর্বত্র দুর্নীতিতে নিমজ্জিত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভাষ্য অনুযায়ী এমন অর্থনৈতিক বিশৃঙ্খলা আর হয়নি। ইসলাম আসলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে নিচের থেকে উপরের পর্যায়ে মানুষের অধিকার ও নিরাপত্তা থাকবে। গরিব দেশের ডিসি, এসপির পেছনে যে অর্থ ব্যয় হয়, তাতে তারা মনে করে দেশ গরিব নেই। আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরে গেছি।

বাজেটের বৃহৎ অর্থ যায় রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতার পেছনে। বাজেটের অর্থ জনগনের কল্যাণে কম অর্থ ব্যয় হয়। আদর্শ ও নীতি অনুযায়ী আমরা চললে বাংলাদেশ হবে শ্রেষ্ঠ দেশ।

আমার দেশের মেধাবীদের মর্যাদা দেওয়া হয় না। ক্যামব্রিজ ও অক্সফোর্ড এ বাংলাদেশের ছেলেরা ভালো রেজাল্ট করে। আজকের মিথ্যা মামলা, চাঁদাবাজি, জুলুম অত্যাচার হোক তা আমি চাই না। আওয়ামী লীগ করার কারণে নিরপরাধ কারো নামে মিথ্যা মামলা হোক তা চাই না।

সাধারণ জনগণের চেয়ে সরকারী কর্মচারীরা কোনোভাবে অতিরিক্ত কিছু পেতে পারবে না। বিধবা, মিসকিন এতিমদের কোনো টাকার অপচয় হোক এটা আমরা চাই না। পিআর সিস্টেম এ নির্বাচন করলে ভালো কিছু মানুষ রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে। যারা চুরি করেছে তাদের রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে।

ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. নেছার উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকীর পরিচালনায় গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে আলোচনা করেন মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ড. ফায়জুল হক, অর্থনীতি গবেষক আবদুল্লাহ মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব শাহ ইফতেখার আহসান তারেক, বিকল্প যুব ধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাইমেন ফারুকী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির একদিন পরেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স চায় না সংগ্রাম পরিষদ

দৌলতদিয়ায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি

এবার নতুন আলটিমেটাম ডিসি সারওয়ারের

বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

বিশাল অস্ত্র চুক্তি বাতিল, ইসরায়েলের শত্রু হয়ে উঠছে স্পেন?

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশ

কর ফাঁকি / অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

অর্গানিক নিউট্রিশন লিমিটেড নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’

১০

তিন মামলায় অব্যাহতি পেলেন চসিক মেয়র

১১

ইডেন কলেজে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

১২

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

১৩

৫ হাজার কেজি সরকারি চাল জব্দ

১৪

যে কারণে এনসিএল স্থগিত ঘোষণা করল বিসিবি

১৫

দাম যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে : অর্থ উপদেষ্টা

১৬

প্রায় ৮০০ কোটি টাকায় নতুন স্পন্সর পেল বিসিসিআই

১৭

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ

১৮

অর্থকষ্টে ছিলেন ধানুশ, করতেন ফুল বিক্রি!

১৯

উপদেষ্টাদের চিকিৎসা নিতে হবে দেশেই : আরিফ

২০
X