বিএনপি বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়। পরে বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবিপ্রধান বলেন, বিএনপির ডাকা সমাবেশের কোনো অনুমতি ছিল না। সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন : আপ্যায়ন ইস্যুতে যা বললেন গয়েশ্বরকন্যা
এর আগে তানভীর আহমেদ রবিন এক ক্ষুদে বার্তায় জানান, আমার বাবা সালাউদ্দিন আহমেদকে যাত্রাবাড়ী (হানিফ উড়াল সড়ক থেকে) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে আপনারা খোঁজ নেবেন।
মন্তব্য করুন