কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ত্রাণ তহবিলে খালেদা জিয়ার অনুদান

ত্রাণ কমিটির কাছে বেগম জিয়ার পক্ষ থেকে ২ লাখ টাকা হস্তান্তর। ছবি : কালবেলা
ত্রাণ কমিটির কাছে বেগম জিয়ার পক্ষ থেকে ২ লাখ টাকা হস্তান্তর। ছবি : কালবেলা

বন্যার্তদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কমিটির কাছে বেগম জিয়ার পক্ষ থেকে ২ লাখ টাকা হস্তান্তর করা হয়।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত ফান্ড থেকে এই অনুদান দেওয়া হয়েছে। দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া সবার পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, যে কোনো সংকটে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন, অথচ বিনা কারণে গত ছয় বছর তাকে জনগণ থেকে দূরে রাখা হয়েছে।

খালেদা জিয়া তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপি বন্যাকবলিত এলাকায় পানিবন্দিদের উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বন্যা হয়েছে। বগুড়া ও সিরাজগঞ্জকেও প্লাবিত করছে।

এ অবস্থায় বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই জরুরিভাবে মিলিত হই। কারণ, এই উত্তরাঞ্চলে ৫টি জেলায় বন্যা হয়েছে, আর বগুড়া ও সিরাজগঞ্জে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মানুষগুলোকে জরুরিভাবে কীভাবে ত্রাণ সহায়তা দেওয়া যায়, এজন্য সিদ্ধান্ত হয়েছে- কেন্দ্রীয়ভাবে বন্যা চলাকালে উদ্ধার, শুকনো খাবার সরবরাহ এবং বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ও ত্রাণ পুনর্বাসন কমিটির নেতৃত্বে ত্রাণসামগ্রী বন্যার্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় অঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্বে ত্রাণ পুনর্বাসন কমিটি করা হয়েছে। আর বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম দক্ষিণাঞ্চলে চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

মাথায় টাক হতে পারে ৫ ধরনের অসুখের লক্ষণ

৪৭তম ট্রফি জেতা হলো না মেসির, ফাইনালে মায়ামির লজ্জার হার

১৩০ বছরের ‘জিয়া বাড়ি’ আজও অবহেলিত

ফের আলোচনায় ভারতের সুপার স্পাই অজিত দোভাল

বিবিসি নাকি ভাই ভাই চ্যানেল, নারী সংবাদিক ভাইরাল

সুস্থ থাকতে রাতে ভাত খাবেন, না রুটি? যা বলছেন পুষ্টিবিদ

তাহসানের সংগীতের রজতজয়ন্তী পালন হবে অস্ট্রেলিয়ায় 

পাকিস্তানের বিপক্ষে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন মোদি

১০

১ সেপ্টেম্বর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১২

ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল

১৩

মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে জেলায়

১৪

উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন মহিলা দল নেত্রী সুমাইয়া

১৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ

১৬

আজ বিশ্ব চিঠি দিবস : হারিয়ে যাওয়া আবেগের দস্তাবেজ

১৭

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

১৮

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৯

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

২০
X