কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জিপিএ-৫ প্রাপ্তদের ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবির। ছবি : সংগৃহীত
জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবির। ছবি : সংগৃহীত

এইচএসসি ও আলিম পরীক্ষা-২৪ এ জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরের অফিস সম্পাদক এস আই সাইম ও অন্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেন, তোমাদের আজকের এই অর্জন যেন শুধু তোমাদের নিজেদের জন্য না হয়। এই অর্জন যেন এই জাতিকে মুক্ত করার জন্য হয়। বাংলাদেশের যতগুলো সমস্যা আছে, সব সমস্যা সমাধানের লক্ষ্যে যদি তোমরা শপথ করে থাক, তাহলে তোমার রেজাল্টের আসল স্বার্থকতা হবে।

তিনি বলেন, বাংলাদেশের কোনো জায়গা আজ দুর্নীতিমুক্ত নয়। বাংলাদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান ঘটিয়ে জালিম মুক্ত করেছে। কিন্তু দেশের মানুষ এখনো জুলুম থেকে রেহাই পায়নি। আমাদের উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য।

তিনি আরও বলেন, দেশ এখনো দুর্নীতিগ্রস্ত, অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটসহ নানা রাষ্ট্রীয় অসুখের করাল গ্রাসের মধ্যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। দেশের এমন অবস্থা হতে মুক্তির জন্য, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক, নীতিবান আদর্শ মানুষ হওয়ার জন্যে এই দেশের ছাত্রসমাজের মাঝে কুরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আনিসুর রহমান বলেন, কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতি শিক্ষার্থীদের। যারা ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সুন্দর আয়োজনে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন।

তিনি বলেন, যে মহান রব আমাদের ভালো ফলাফল করার তাওফিক দিয়েছেন, সর্বাবস্থায় তার শুকরিয়া আদায় করতে হবে এবং ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পথচলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পাশাপাশি আমরা যদি সঠিক জীবন গড়ার মাধ্যমে আমার রবকে সন্তুষ্ট করতে পারি তাহলে আজকের এই সংবর্ধনা আমাদের জন্য শেষ নয়, কেয়ামতের দিন আমাদের জন্য আরেকটি সংবর্ধনা অপেক্ষা করছে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ওই তাৎক্ষণিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রায় ২০০ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীর ২ পা বিচ্ছিন্ন

প্রেমিকার লাথিতে প্রেমিকের মৃত্যু

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটি আনব : গোলাম পরওয়ার

প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির রাজনীতির ভিত্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যে কারণে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

সহ্যেরও সীমা থাকে : মমতার হুঁশিয়ারি

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ ভারতের

শরীয়তপুরে ৩টি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী বাবুল

১০

হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহযোগিতায় আইনজীবী নিয়োগ 

১১

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘর, সাময়িক বন্ধ

১২

মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব

১৩

৯ কোটি নয়, আরও বেশি পাওয়ার যোগ্য মোস্তাফিজ : তাসকিন

১৪

কমলো স্বর্ণের দাম

১৫

এনসিপি নেতাদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি : আখতার হোসেন

১৬

ডিএনসিসিতে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের পোস্টার প্রদর্শনী

১৭

এনসিপির নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা এমপি প্রার্থীর

১৮

প্রয়াত জাকির স্থানে যাকে নিয়োগ দিল ঢাকা

১৯

এনসিপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

২০
X