কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

একই সঙ্গে দলীয়প্রধান ও সরকারপ্রধান নয় : ভিপি নুর

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা

কাউকে একই সঙ্গে দলীয়প্রধান ও সরকারপ্রধান হিসেবে থাকার বিরোধিতা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, দলীয়প্রধান একটা দলের প্রতিনিধিত্ব করেন, আর সরকারপ্রধান পুরো রাষ্ট্রের। সেজন্য আমরা বলেছি, একই সঙ্গে কেউ দলীয়প্রধান ও সরকারপ্রধান হতে পারবেন না।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীতে গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিপি নুর এসব কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দুপুরে পুরানা পল্টন সংলগ্ন আল রাজী কমপ্লেক্সে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও পায়রা উড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় নুরুল হক নুর বলেন, অন্তর্ভুক্তিমূলক কার্যকর সংসদ প্রতিষ্ঠায় আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি- যেন সংসদে একক কোনো দলের আধিপত্য না থাকে। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব ভালো না। যে একবার ক্ষমতায় যায়, ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রশাসনসহ পুরো রাষ্ট্রযন্ত্রে নিয়ন্ত্রণের মাধ্যমে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। ২০২১ সালে দল ঘোষণার সময়ই আমরা বহুদলীয় গণতন্ত্র, কার্যকর সংসদ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন এবং সংখ্যানুপাতি নির্বাচনের কথা বলেছিলাম। একই সঙ্গে আমরা বলেছি, একই সঙ্গে কেউ দলীয়প্রধান ও রাষ্ট্রপ্রধান হতে পারবে না।

তিনি আরও বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করেছেন, সে ধরনের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ আর প্রথাগত রাজনীতির পথে হাঁটতে চায় না। তাই আমাদেরও বদলাতে হবে।

ভিপি নুর বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে ভারত ১৫ বছর সমর্থন করেছে। শেখ হাসিনার মতো বাংলাদেশের গণবিচ্ছিন্ন স্বৈরশাসক, গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত এ দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ এবং গণহত্যাকারীদের সমর্থন করায় ভারতের দুঃখ প্রকাশ করা উচিত।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ বিগত সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে রাজপথে ছিল, নেতা-কর্মীরা রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। আজকে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এ আন্দোলনে আমাদের জেলে যেতে হয়েছে, উপদেষ্টাদের নয়। সরকার ব্যর্থ হলে দেশে বিপর্যয় সৃষ্টি হবে। তাই আমরা চাই না, এই সরকার ব্যর্থ হোক। কিন্তু এ ধরনের সরকারের সফল হওয়ার সম্ভাবনা কম। তাই রাষ্ট্র সংস্কার ও সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার দরকার।

নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ কারও ওপর ভর করে ২/৪টা আসনের রাজনীতি করে না। গণঅধিকার পরিষদ দলীয় মার্কা নিয়ে আগামীতে ৩০০ আসনে নির্বাচন করবে। কোনো কোনো দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা করছে, দলীয় কাজে বাধা দিচ্ছে। তাদের বলবো, শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নিন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আপনারা এসব করতে থাকলে আপনারাও নিষিদ্ধ হবেন।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের পথচলা। চলার পথে হাজারো প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আমরা থেমে যাইনি। ছাত্র অধিকার আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান। আমরা ২০২৪ সাল পর্যন্ত টানা লড়াই করেছি। গণঅভ্যুত্থানে কেন নুরুল হক নুরকে গ্রেপ্তার করা হলো? অনেক ইতিহাস লেখা বা বলা যায় না। ইতিহাসের পিছনে ইতিহাস থাকে। সেই ইতিহাস সৃষ্টির মাধ্যমেই আমাদের অগ্রযাত্রা এবং রাজনৈতিক দল গঠনের তৃতীয় বছর শেষে চতুর্থ বছরে পদার্পণ। এ সময়ে সাংবাদিকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের আন্দোলন-সংগ্রাম তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজকে চারদিকে গণঅধিকার পরিষদের জোয়ার। আমরা জনগণের কাছে সুযোগ চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কীভাবে দেশটা গঠন করে।

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

নদীর পাড় কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে বাঁধ

ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলন, সমাধান দিল সেনাবাহিনী

হজ ও ঈদের যে সিদ্ধান্তের কথা জানাল সৌদি আরব

‘মৃত্যুশয্যায়’ মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা

টেকনাফের অপহরণ চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, যেসব জেলায় হতে পারে ভারি বৃষ্টি

রাজবাড়ীর পদ্মাপাড়ে রাসেলস ভাইপার আতঙ্ক

ডব্লিউএফপির গবেষণা / বিশ্বে মাত্র একটি দেশই খাদ্যে শতভাগ স্বয়ংসম্পূর্ণ

জুনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের এক দেশ

১০

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

১১

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া 

১২

গাজায় স্কুলে বোমাবর্ষণ  / যুদ্ধ বন্ধে ইউরোপ ও আরব দেশগুলোর আহ্বান

১৩

পদ্মার চরে কৃষকদের পিটিয়ে গরু জবাই করে পিকনিক

১৪

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়ের শঙ্কা

১৫

২৬ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

ঈদযাত্রায় ট্রেনের ৫ জুনের টিকিট মিলছে আজ

১৭

২৬ মে : আজকের নামাজের সময়সূচি

১৮

পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের

১৯

তৃতীয়বারের মতো লাহোরের পিএসএল শিরোপা জয়

২০
X