কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না : শরীফ উদ্দিন

বক্তব্য রাখছেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর থানাধীন ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যুবদল ঢাকা মহানগর উত্তরের প্রতিটি শাখা কমিটিতে শুধু তাদেরই স্থান হবে।

অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে তিনি বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তর -এ কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। এসময় সকলকে জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে ‘আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ উল্লেখ করে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের এটি আত্মস্থ করার নির্দেশনা প্রদান করেন শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, ৩১ দফা বাংলাদেশের প্রতিটা ঘরে পৌঁছে দিতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ২৭ দফার কথা উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, ঠিক তেমনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, যা আগামীর বাংলাদেশের মুক্তির সনদ।

কর্মিসভায় যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার নির্দেশনা দেন জুয়েল।

কর্মিসভায় প্রধান বক্তার বক্তব্যে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, জিয়া পরিবার যেই ত্যাগ স্বীকার করেছে সেই পরিমাণ ত্যাগ স্বীকার আমরা করিনি।

ষড়যন্ত্রকারীদের সাবধান করে তিনি বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু তার দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রেখে গেছেন। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কর্মিসভায় সাজ্জাদুল মিরাজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ৩১ দফা আমাদের ভবিষ্যত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। ১৩ নং ওয়ার্ড যুবদল শাখার আহ্বায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুর রহমান শান্ত এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১০

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

১১

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

১২

নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

১৩

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা ডিএমপির

১৪

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : ডা. শাহাদাত

১৫

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

১৬

কারাগারে গ্যাং সদস্যদের সহিংসতা, জরুরি অবস্থা জারি

১৭

চৌদ্দগ্রামে নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ায় ডা. তাহেরের নিন্দা ও প্রতিবাদ 

১৮

ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে ক্ষুব্ধ হাসান মাসুদ

১৯

স্বেচ্ছাসেবক দলে বহিষ্কারাদেশ প্রত্যাহার, একাধিক নেতা পুনর্বহাল

২০
X