শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলে কোনো হাইব্রিডের জায়গা হবে না : শরীফ উদ্দিন

বক্তব্য রাখছেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলে কোনো হাইব্রিডের জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন ১৬ নম্বর ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ সভা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘হাইব্রিড গাড়ি ভালো, হাইব্রিড কর্মী না’- এই বক্তব্য উদ্ধৃত করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরে কোনো হাইব্রিডের জায়গা হবে না। এ বিষয়টি আপনাদের (নেতাকর্মী) সব সময় মনে রাখতে হবে। দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরও একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে- সেটা আমাদের জন্য কোয়ার্টার ফাইনাল। যেদিন বাংলাদেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে- সেটা আমাদের জন্য সেমিফাইনাল, আর ফাইনাল ম্যাচ হচ্ছে যেদিন আমরা জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসে এ দেশের আপামর জনগণের সব সমস্যার সমাধান করতে পারব।’

তিনি আরও বলেন, দেশে এবং দেশের বাইরে এখনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, তারেক রহমান যখন যাকে যে দায়িত্ব দিবেন, তার নির্দেশনা সবাইকে মানতে হবে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, আমাদের আদর্শ একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। এর বাইরে কোনো বড় ভাই বা নেতা নেই।

এ ছাড়া তিনি বলেন, দল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে চায়। যদি কেউ মূল্যায়িত হতে চায়, তাহলে তাকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের সতর্ক করে জুয়েল বলেন, যারা জনগণের কল্যাণে কাজ না করে জনগণের বিপক্ষে দাঁড়াবে অথবা যাদের দ্বারা জনগণের কোনো ক্ষতি সাধন হবে, তাদের দলে কোনো স্থান হবে না। জনগণ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না।

শরীফ উদ্দিন জুয়েল সুশৃঙ্খলভাবে একটা সফল কর্মিসভা আয়োজন করার জন্য ১৬নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের অভিনন্দন জানান।

কর্মিসভায় প্রধান বক্তার বক্তব্যে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। দেশে এখনো ষড়যন্ত্রকারীরা সক্রিয়। আমাদের সুসংগঠিত, ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থেকে সামনে এগুতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা প্রদান করেছেন- দলীয় শৃঙ্খলা কেউ ভঙ্গ করলে এর দায়-দায়িত্ব সংগঠন নিবে না। এ সময় তিনি যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

সাজ্জাদুল মিরাজ সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন খানের সঞ্চালনায় কর্মিসভায় অংশগ্রহণ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X