কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ ছাত্র-জনতার মাঝে বিভাজনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা : আবু হানিফ

আবু হানিফ। ছবি : সংগৃহীত
আবু হানিফ। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই বিপ্লবে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে, সেই বাংলাদেশে এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা দেশে-বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

শুক্রবার (২৯ নভেম্বর) খুলনার নিউমার্কেট এলাকায় গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে এক রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অনলাইনে এ কর্মশালার উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। দলীয় নেতাকর্মীদের রাজনৈতিকভাবে দক্ষ করে তোলার জন্য পেশাজীবী অধিকার পরিষদ পর্যায়ক্রমে সারা দেশে এ কর্মসূচির আয়োজন করবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দলীয় নেতাকর্মীদের দক্ষ ও সুশৃঙ্খল করার কোনো বিকল্প নেই।

কর্মশালায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। গতানুগতিক রাজনৈতিক চিন্তার বাহিরে এসে নিজেদের সৃজনশীল করে গড়ে তুলতে হবে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের পুরোনো রাজনৈতিক ধারা পরিবর্তন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করত হবে। সেজন্য আমাদের নিজেদের দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে, সেই বাংলাদেশে এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা দেশে-বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। গত ৫ আগস্টের পূর্বে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ছিল, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই জুলাই বিপ্লবে অংশ নেওয়া ঐক্যবদ্ধ ছাত্র-জনতার মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এই বিভাজনের ফাঁদে কেউ পা দিবেন না, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- ঐক্যের কোনো বিকল্প নেই। ৭ জানুয়ারি ডামি নির্বাচন করার জন্য বিরোধী দলের ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করেছিল যা আওয়ামী লীগের এক নেতা স্বীকারও করেছিলেন, অথচ জুলাই গণহত্যার দায়ী কয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করেছে- এটা জনগণের প্রশ্ন। আমরা দেখছি, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, গতকাল একটি গণমাধ্যমে আসছে গত দুই মাসে ৫শর বেশি মানুষ খুন হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে হবে। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।

গণঅধিকার পরিষদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামসুল আলম বলেন, দেশকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তিনি বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন। সৎ নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর বাইরে তিনি দলীয় শৃঙ্খলা বিষয়ে বলেন, প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করাই একজন সফল রাজনৈতিক নেতার প্রধান বৈশিষ্ট্য। তিনি অপার সম্ভাবনাময় বাংলাদেশকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, অপার সম্ভাবনাময় বাংলাদেশ। আমরা সবাই মিলে কাজ করলে ২০৫০ সালের মধ্যে এ দেশকে বিশ্বের প্রথম শ্রেণির দেশগুলোর কাতারে নিয়ে যেতে পারব। তার আগে প্রয়োজন সৎ ও দক্ষ নেতৃত্ব।

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ মোল্লার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন ছাড়াও কর্মশালায় খুলনা জেলা ও মহানগরের ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও গণঅধিকার পরিষদের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আইপিএল অধ্যায় থামায় হতাশ মুস্তাফিজ

পদ বড় কথা নয়, ঐক্য থাকলেই বিএনপি শক্তিশালী হবে : শেখ মো. আব্দুল্লাহ

ভেনেজুয়েলায় হামলায় বিভিন্ন দেশের নেতাদের প্রতিক্রিয়া

অনিশ্চয়তার মুখে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক

মুস্তাফিজ ইস্যুতে ভারত নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

কল্যাণ রাষ্ট্রের জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন : শিবলী

কৃতজ্ঞতা জানিয়ে নতুন বার্তা তারেক রহমানের

ঢাকায় বুয়েট উদ্ভাবিত ই-রিকশার পরীক্ষামূলক চলাচল শুরু

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

১০

সেইফওয়ে গ্রুপের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১১

মাদুরোর মতো আরও যাদের তুলে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র

১২

একনজরে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক

১৩

বিএফইউজে-ডিইউজের শোকসভা / প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া দেশের মানুষের জন্য অটল ছিলেন : রিজভী

১৪

বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল

১৫

মানুষের কাছে আমার মা ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন : তারেক রহমান

১৬

আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়া নিয়ে বিসিবির প্রতিক্রিয়া কী?

১৭

ভেনেজুয়েলায় মাদুরোর বৈধতা নেই, সংযমের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

১৮

বরুড়া থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক সুজন

১৯

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

২০
X