কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এবি পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর

এবি পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর। ছবি : কালবেলা
এবি পার্টির কাউন্সিল ২৮ ডিসেম্বর। ছবি : কালবেলা

আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে ২৪ ও ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তপশিল ঘোষণা করা হবে।

আগামী শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন ও ২৪, ২৫ ডিসেম্বর পার্টির চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তপশিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি-(এবি পার্টি)।

রোববার (০১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।

এসময় মজিবুর রহমান মঞ্জু বলেন, চার বছর আগে আমরা করোনাকালীন কঠিন পরিস্থিতিতে এ অফিস থেকেই ‘আমার বাংলাদেশ পার্টি'-এর যাত্রা শুরু করেছিলাম। করোনার পর আমরা কয়েকবারই চেষ্টা করেছিলাম কাউন্সিল অনুষ্ঠানের কিন্তু ফ্যাসীবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নসহ নানা কারণে আমাদের কাউন্সিল করা সম্ভব হয়নি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবার (২৮ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী, এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেজর মিনার বলেন, এবি পার্টি জন্ম লগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ আমাদের প্রথম জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি জাতীয় কাউন্সিল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং পার্টির কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহোযোগিতা কামনা করেন।

এবি পার্টির অন্যতম উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী বলেন, পতিত স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেশের প্রয়োজনে কাউন্সিল করার সুযোগ পাইনি। স্বৈরাচার পতনের পর এখন একটু সুষ্ঠু, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে আমরা একটি কাউন্সিলের মাধ্যমে পার্টির যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।

নির্বাচনী তপশিল ঘোষণা করে ব্যারিস্টার যোবায়ের বলেন, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই ১৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৮ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর, ভোট গ্রহণ ২৪-২৫ ডিসেম্বর, ভোট গণনা ও ফলাফল ২৮ ডিসেম্বর।

ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ৫-১০ ডিসেম্বর, যাচাই বাছাই ১১-১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৩ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, ভোটগ্রহণ ১৯-২০ ডিসেম্বর, ফলাফল ঘোষণা ২১ ডিসেম্বর।

সাধারণ সম্পাদক নির্বাচনের সিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৪ ডিসেম্বর, ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর, ফলাফল ২৮ ডিসেম্বর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুরের সদস্য সচিব আমজাদ খান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী আক্তার অপিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপশিল : রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে আহ্বান ১০ ডিসেম্বর

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন, প্রত্যাশা ফারুকের

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষ / ১৫ দিন আগে দেশে আসা মামুনের জীবন গেল গুলিতে

বাংলাদেশ দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

১০

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র 

১১

নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান ঢাকা ডিসির

১২

গুগল ক্রোমে অটোফিল এখন আরও সহজ

১৩

ভিড়ের মাঝেও আলাদা ‘স্পর্শিয়া’

১৪

যুদ্ধবিমানে রাডার লক, চীনের রাষ্ট্রদূতকে তলব করল জাপান

১৫

জামায়াত আমির / নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে

১৬

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে

১৭

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

১৮

পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

১৯

দাফনের ২ মাস পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন

২০
X