কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় দেশবাসী তাদের রুখে দেবে : খেলাফত মজলিস

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা

খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেছেন, এদেশের ১৮ কোটি মানুষ জীবন দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। একইসঙ্গে যারা দেশে ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় দেশবাসী তাদেরও রুখে দিবে। ’৭১ এবং ’২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় পল্টনস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গেছে।

জাহাঙ্গীর হোসাইন বলেন, আজকে (১৬ ডিসেম্বর) নরেন্দ্র মোদি ‘বিজয় দিবসের’ টুইটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের বিজয়’ বলে উল্লেখ করেছেন। তার পুরো বক্তব্যে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করেননি। এর আগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে। পতিত শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, মহানগরী সহসভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, সংগঠনিক সম্পাদক মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, নির্বাহী সদস্য মাওলানা ফরিদ আহমদ হেলালী, শামসুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহাদাত হোসাইন, রামপুরা থানা সভাপতি মাওলানা শওকত জামিল প্রমুখ।

সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের ও ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামানা করে এবং আহতের সুস্থতার জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

১০

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

১১

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

১২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১৩

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১৪

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১৫

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১৭

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১৮

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৯

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

২০
X