কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:১১ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পতিত’ ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে : টিপু

‘পতিত’ ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : টিপু
ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কদিমচিলান সেন্টার মাঠে এক সুধী সমাবেশে। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও তার দোসররা বাংলাদেশের মাটিতে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কখনো সচিবালয়ে আগুন দিচ্ছে, কখনো আল্টিমেটাম দিচ্ছে, কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কদিমচিলান সেন্টার মাঠে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, গত ১৬ বছর ভোটারবিহীন সরকার গুম-খুন করে, হামলা-মামলা দিয়ে জোর করে ক্ষমতায় থেকেছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে। এখনো সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক। বিগত আন্দোলনে বুলেট, মামলা- হামলাকে ভয় পায়নি। আগামীতেও দেশের বিরুদ্ধে, খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা মানুষের ভালোবাসা নিতে চাই। ভালোবাসা অর্জন করে মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে।

আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে সমর্থন চেয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন; তিনি ও তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে এসে দেশকে নেতৃত্ব দিতে পারেন।

সমাবেশে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে লালপুর ও বাগাতিপাড়া উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, বিগত সময়ে আমি নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আপনাদের জানাজাতেই আমি কবরে যেতে চাই।

কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চাঁদ আলী মন্ডলের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নাটোর জেলা কৃষক দলের সাবেক সভাপতি রঞ্জিত সরকার, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শফিউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেনিন, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুর রহমান আরিফ, গোপালপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমুখ। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ

চার জেলায় বন্যার আশঙ্কা

মির্জা গালিবের হার্ভার্ডে নিয়োগ নিয়ে যা জানা গেল

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

শিক্ষার বিস্তারে হাওরে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হবে : মাহবুবুর রহমান

গ্রেপ্তারের সময় পুলিশকে যা দেখাতে হবে

এবার পদ্মা সেতু ব্লকেডের হুঁশিয়ারি

চাকসু নির্বাচন / ছুটির পর প্রচারে জমজমাট চবি ক্যাম্পাস

১০

তিস্তার পাড়ে রেড অ্যালার্ট

১১

ডেঙ্গু পরীক্ষা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ

১২

ঐকমত্য কমিশনের বৈঠক / সংসদ নির্বাচনে আলাদা ব্যালট রাখার কথা বলেছে বিএনপি

১৩

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

১৪

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

১৫

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

১৬

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

১৭

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

১৮

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

১৯

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

২০
X