কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ আর আ.লীগের রাজনীতি দেখতে চায় না : তাসমিয়া প্রধান

জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন। ছবি : কালবেলা
জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন। ছবি : কালবেলা

জনগণ বাংলার মাটিতে আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বলেন, ক্ষমতার লোভে এই আওয়ামী লীগ বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে তাসমিয়া প্রধান এ কথা বলেন।

জাগপার এই সভাপতি বলেন, আগামীর বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাগপা ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে, বাংলাদেশের সব ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তর আওয়ামী প্রেতাত্মামুক্ত করতে হবে। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে হবে। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা বিশ্বাস করি, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ অর্থাৎ চলতি বছরের শেষ অংশে জাতীয় নির্বাচন সম্ভব।

প্রধান বক্তার বক্তব্যে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ইতিহাস সাক্ষী ’৫২, ’৬৯, ’৭১, ’৯০ এবং ২০২৪ প্রমাণ করেছে দেশের দুর্যোগে ছাত্ররাই আমাদের পথ দেখায়। অতএব ছাত্রদের চিন্তাধারা আমাদের বুঝতে হবে এবং তাদের সঙ্গে সমন্বয় করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিজম মেনে নেওয়া হবে না। একই সঙ্গে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

সম্মেলনে আব্দুর রহমান ফারুকীকে সভাপতি এবং জীবন আহমেদ অভিকে সাধারণ সম্পাদক করে জাগপা ছাত্রলীগের ৭ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনাও প্রদান করা হয়।

জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও জীবন আহমেদের (অভি) যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ইসলামি ছাত্র আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল ইমরান হুসাইন নুর, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশিক আল আবিদ খান, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো. সাহেদু আলম, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি খালেদ মাহমুদ, বাংলাদেশ ছাত্রমিশনের সহসভাপতি নাইমুল ইসলাম সিয়াম, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি মো. নুর আলম, ভাসানী ছাত্র পরিষদের সভাপতি মোশাররফ হোসেন, শাহাদাত হোসেন সেলিম, রেজাউল ইসলাম রেজা, আল আমিন শুভ, লুৎফর রহমান, জামাল উদ্দিন আখন্দ, আদিবা খানম, এস কে আরিয়ান শরীফ, এনামুল হক এনাম, মো. মাহবুব আলম, আজিজির রহমান, মো. আরিফ হোসেন, মাহিম চৌধুরী হিমু, রাসেল সরকার তারিকুল ইসলাম, আবদুর রহমানসহ জাগপা ছাত্রলীগের বিভিন্ন জেলা শাখার নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল

ডাক্তারদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির : মুতাছিম বিল্লাহ

১০ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে 

‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়’

বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে ৪২২৯ যাত্রী নিয়ে প্রমোদতরী ডুবিয়ে দেন ক্যাপ্টেন!

মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক‌, জানালা খুলে গুলি করে হত্যা

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

কী এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কেন আলোচনার কেন্দ্রবিন্দু?

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা / প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান

১০

স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

১১

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

১২

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ

১৩

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

১৪

আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

১৫

আ.লীগ গণশত্রুতে পরিণত হয়েছে : ডা. জাহিদ

১৬

আফগান সিরিজের আগে সুসংবাদ পেলেন একাধিক টাইগার ক্রিকেটার

১৭

সর্দার দুলালসহ আন্তঃজেলার ১৩ ডাকাত গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

১৯

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কী বললেন আইন উপদেষ্টা

২০
X