জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু।
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ দল ও জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মানবিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকারীরা বাঙালি জাতির আত্মাকে হত্যা করতে চেয়েছিল। জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ফিরে আসছে মুক্তিযুদ্ধের চেতনা।
তিনি বলেন, '৭১-এর পরাজিত শক্তি জামায়াতে ইসলামী ও মুসলীম লীগের অর্থায়নে তৎকালীন জাসদ বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল। আমরা বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
গণতন্ত্র বিকাশ মঞ্চের এই সমন্বয়ক বলেন, বাংলাদেশের রাজনীতিতে আপনি যে ধারারই প্রতিনিধিত্ব করুন না কেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ধারণ ব্যতিত সে রাজনীতি দেশের জন্য কল্যাণকর হতে পারে না।
এ সময় আরও বক্তব্য রাখেন এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, জাগপার সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব একেএম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান খান দুদু, শেখ আবুল কালাম, মিসেস আশা সিদ্দিকা, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ '৭৫-এর ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এনপিপির ধর্মবিষয়ক সম্পাদক ও ন্যাশনাল পিপলস্ ওলামা পার্টির সভাপতি মাওলানা মুহাম্মদ লুকমান সাইফী।
মন্তব্য করুন