দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনপিপির নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ।
মঙ্গলবার (২১ নভেম্বর) প্রথম দিনে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৫৯ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন। এর আগে সকালে মঞ্চের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
গণতন্ত্র বিকাশ মঞ্চের মনোনয়ন বোর্ড আগামী ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ এবং মনোনয়ন চূড়ান্ত করবেন। এনপিপির সহদপ্তর সম্পাদক এসএম আল আমিন কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
এনপিপির দলীয় আম প্রতীকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন গণতন্ত্র বিকাশ মঞ্চের প্রার্থীরা। নির্বাচনে ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এনপিপির নেতৃত্বাধীন এই জোট।
ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, এনপিপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। নির্বাচন ব্যতীত সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র সুসংহত, গণতন্ত্রের বিকাশ ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এনপিপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আশা করি, নির্বাচন শান্তিপূর্ণ হবে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নির্বাচনে সব প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। আমাদের দাবি, নির্বাচন কমিশন যেন তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে অক্ষরে অক্ষরে পালন করে।
তিনি আরও বলেন, এনপিপি মনে করে- আগামী দিনের সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশে সব ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ এবং সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। গণতন্ত্রকে অর্থবহ করতে হলে গণতন্ত্রের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণ সাধন করতে হবে।
ফরম বিতরণ অনুষ্ঠানে শেখ ছালু ছাড়াও এনপিপির ইদ্রিস চৌধুরী, আব্দুল হাই মন্ডল, শেখ আবুল কালাম, আনিসুর রহমান দেওয়ান, গণতন্ত্র বিকাশ মঞ্চের মহিউদ্দিন আহমেদ বাবলু, আব্দুল হাই সরকার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন