কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বর্তমান সরকার বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল : নীরব

রাজধানীর মগবাজারে থানা বিএনপির কর্মীসভায় বক্তব্য দেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
রাজধানীর মগবাজারে থানা বিএনপির কর্মীসভায় বক্তব্য দেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজার মধুবাগ মাঠে হাতিরঝিল থানা বিএনপির এক কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

এসময় নীরব বলেন, এই সরকার যে সংস্কারের কথা বলছেন, সেটা বিএনপির ইচ্ছার বাইরে নয়। বিএনপি তো আগেই ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। সংস্কার অবশ্যই বিএনপি চায়।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে। নির্বাচিত সরকার এলেই দেশের প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণভাবে সংস্কার হবে। দেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

তিনি আরও বলেন, আমরা ১৬ বছর আন্দোলন করেছি একটা দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে। এই দৃশ্যমান শত্রুটা শুধু যে বিএনপির শত্রু ছিল তা না; সারা জনগোষ্ঠীর একটা শত্রু ছিল।

সাইফুল আলম নীরব বলেন, সারাদেশে বিএনপি ও এর সব অঙ্গসংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে আপনার পাশের লোকটি ভালো আছে কিনা, সেটা দেখার। আপনি শুধু নিজে ভালো থাকলেই হবে না। আপনার পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তারা ভালো আছে কিনা; সেটা দেখার দায়িত্ব আমাদের প্রতিটি নাগরিকের কর্তব্য।

কোনো প্রকার লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব করলে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজে কেউ জড়িয়ে পড়লে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত রয়েছেন, যার ফলে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে। গণতন্ত্রকে চলমান রাখতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ভোটের অধিকার। ভাই সরকারকে বলবো, অতি দ্রুত নির্বাচন দিন।

নীরব বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ও দেশের জনগণের চাহিদা মেটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে মানবিক বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে।

হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সভাপতিত্বে এগে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আকতার হোসেন,আতাউর রহমান, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মো. শাহআলম, মহানগর সদস্য মনিরুল আলম রাহিমী, ইব্রাহিম খলিল, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এমএস আহমাদ আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় নৌপথে ডাকাত আতঙ্ক, বাড়তি ভাড়া নিয়ে শঙ্কা

স্বাধীনতা দিবসে বানৌজা শহীদ ফরিদ উন্মুক্ত

দ্বিতীয় স্বাধীনতার বিষয়ে বললেন জামায়াত সেক্রেটারি

প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই : সারজিস

ঈদযাত্রা / অনেক প্রস্তুতি থাকলেও গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ভোগান্তির আশঙ্কা

ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখল করলেন ব্যবসায়ী আনোয়ার

জিয়াউর রহমানের ঘোষণাতেই জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : নীরব

দুর্নীতির স্বর্গরাজ্য গড়েছেন রাজশাহী মাউশির এডি আলমাছ

ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২, আহত ৪

ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি প্রয়াত মুক্তিযোদ্ধা

১০

৫ আগস্টের টেকনিক ব্যবহার করে তরুণরা নির্বাচনে জিতবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

সংসদের বাইরে সমস্যার কোনো সমাধান নেই : আমির খসরু

১২

খুলনা জেলা বিএন‌পির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ : আবু হানিফ

১৪

কোটি টাকার পাথর লুট, বিএনপির ৩১ জনের নামে মামলা

১৫

কৃষক দল নেতাকে জবাই করে হত্যা

১৬

খুলনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

১৭

প্রধান বিচারপতিকে সম্মাননা দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

১৮

ঈদের ছুটিতে কেমন থাকবে আবহাওয়া

১৯

শিলং থেকে দেশে ফিরল বাংলাদেশ দল, হামজা যাচ্ছেন ইংল্যান্ডে

২০
X