

ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে সাধারণ বা গতানুগতিক হিসেবে দেখলে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা-৯ আসনের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রাজধানীর রসুলবাগ এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে একটি মানচিত্র ও পতাকা উপহার দিয়েছেন, যাতে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সে কারণেই তাঁবেদারি শক্তি তাকে হত্যা করেছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন। এই পথে তাকে স্বামী, সন্তান এবং গৃহ হারানোসহ মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। এরপরও তিনি দেশের ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি।
তিনি আরও বলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশকে শুধু স্বপ্ন দেখাতে চান না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যেতে চান। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর আজ দেশের মানুষ তাকে আগামী দিনের জনগণের নেতা হিসেবে বিবেচনা করছে।
হাবিবুর রশিদ বলেন, হাজারো নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে দেশে আবার অগণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগের সম্মান রাখতে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত হবে।
ঢাকা-৯ আসন নিয়ে তিনি বলেন, আগামী দিনে এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করা হবে না। যারা দেশের, সমাজের ও এলাকার কল্যাণ চায় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সবুজবাগ, খিলগাঁও ও মুগদাকে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীকে বিএনপি আশ্রয় দেবে না।
মন্তব্য করুন