বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রোজায় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে : খতমে নবুওয়ত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বৈঠক। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বৈঠক। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম-এ কেন্দ্রীয় কমিটির এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অশেষ কল্যাণ ও বরকতের দরজা উন্মুক্ত করে দেন। রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং এটি তাকওয়া, ইবাদত, মানবিকতা ও খোদাভীতির এক অনন্য শিক্ষা দেওয়ার মাস। আমরা জানি, এই বরকতময় মাসে রাসুলুল্লাহ (সা.) ইবাদতে বিশেষভাবে মনোযোগী হতেন এবং তাঁর উম্মতকে কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, দান-সদকা ও নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করতেন। তাই আসুন, আমরা সবাই এ মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই, বেশি বেশি ইবাদত করি এবং আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী গড়ে তুলি।

তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। সেজন্য তিনি প্রশাসনের কার্যকর মনিটরিংয়ের দাবি জানান। এ ছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা সব খাবার হোটেল ও প্রকাশ্যে ধূমপান বন্ধে ব্যবসায়ীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আজ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন।

ইসলামবিদ্বেষী শক্তিগুলো বিভিন্নভাবে ঈমান, আকিদা ও নবুওয়তের চিরন্তন সত্যের ওপর আঘাত হানতে চাইছে। খতমে নবুওতের বিশ্বাস আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাই এই পবিত্র মাসে আমরা আমাদের ঈমান ও আকিদাকে দৃঢ় করার পাশাপাশি কাদিয়ানিসহ সব বাতিল মতাদর্শের বিরুদ্ধে সজাগ থাকব এবং দ্বিনের সঠিক দাওয়াত ছড়িয়ে দেব। মাওলানা রাব্বানী আরও বলেন, আসুন আমরা এই রমজানে নিজেদের পরিশুদ্ধ করি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির জন্য দোয়া করি এবং আল্লাহর পথে অবিচল থাকার সংকল্প করি। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশিকুল্লাহ, মুফতি মুসা ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা হোসাইন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মইনুল ইসলাম, মুফতি আল আমিন ফয়েজী, মাওলানা কবির হুসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১০

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১২

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৩

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৪

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৫

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৬

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

১৭

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

১৮

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

১৯

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

২০
X