পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম-এ কেন্দ্রীয় কমিটির এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।
তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অশেষ কল্যাণ ও বরকতের দরজা উন্মুক্ত করে দেন। রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং এটি তাকওয়া, ইবাদত, মানবিকতা ও খোদাভীতির এক অনন্য শিক্ষা দেওয়ার মাস। আমরা জানি, এই বরকতময় মাসে রাসুলুল্লাহ (সা.) ইবাদতে বিশেষভাবে মনোযোগী হতেন এবং তাঁর উম্মতকে কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, দান-সদকা ও নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করতেন। তাই আসুন, আমরা সবাই এ মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই, বেশি বেশি ইবাদত করি এবং আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী গড়ে তুলি।
তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। সেজন্য তিনি প্রশাসনের কার্যকর মনিটরিংয়ের দাবি জানান। এ ছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা সব খাবার হোটেল ও প্রকাশ্যে ধূমপান বন্ধে ব্যবসায়ীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আজ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন।
ইসলামবিদ্বেষী শক্তিগুলো বিভিন্নভাবে ঈমান, আকিদা ও নবুওয়তের চিরন্তন সত্যের ওপর আঘাত হানতে চাইছে। খতমে নবুওতের বিশ্বাস আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাই এই পবিত্র মাসে আমরা আমাদের ঈমান ও আকিদাকে দৃঢ় করার পাশাপাশি কাদিয়ানিসহ সব বাতিল মতাদর্শের বিরুদ্ধে সজাগ থাকব এবং দ্বিনের সঠিক দাওয়াত ছড়িয়ে দেব। মাওলানা রাব্বানী আরও বলেন, আসুন আমরা এই রমজানে নিজেদের পরিশুদ্ধ করি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির জন্য দোয়া করি এবং আল্লাহর পথে অবিচল থাকার সংকল্প করি। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশিকুল্লাহ, মুফতি মুসা ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা হোসাইন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মইনুল ইসলাম, মুফতি আল আমিন ফয়েজী, মাওলানা কবির হুসাইন প্রমুখ।
মন্তব্য করুন