কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রোজায় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে : খতমে নবুওয়ত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বৈঠক। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বৈঠক। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম-এ কেন্দ্রীয় কমিটির এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অশেষ কল্যাণ ও বরকতের দরজা উন্মুক্ত করে দেন। রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং এটি তাকওয়া, ইবাদত, মানবিকতা ও খোদাভীতির এক অনন্য শিক্ষা দেওয়ার মাস। আমরা জানি, এই বরকতময় মাসে রাসুলুল্লাহ (সা.) ইবাদতে বিশেষভাবে মনোযোগী হতেন এবং তাঁর উম্মতকে কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, দান-সদকা ও নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করতেন। তাই আসুন, আমরা সবাই এ মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই, বেশি বেশি ইবাদত করি এবং আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী গড়ে তুলি।

তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। সেজন্য তিনি প্রশাসনের কার্যকর মনিটরিংয়ের দাবি জানান। এ ছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা সব খাবার হোটেল ও প্রকাশ্যে ধূমপান বন্ধে ব্যবসায়ীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আজ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন।

ইসলামবিদ্বেষী শক্তিগুলো বিভিন্নভাবে ঈমান, আকিদা ও নবুওয়তের চিরন্তন সত্যের ওপর আঘাত হানতে চাইছে। খতমে নবুওতের বিশ্বাস আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাই এই পবিত্র মাসে আমরা আমাদের ঈমান ও আকিদাকে দৃঢ় করার পাশাপাশি কাদিয়ানিসহ সব বাতিল মতাদর্শের বিরুদ্ধে সজাগ থাকব এবং দ্বিনের সঠিক দাওয়াত ছড়িয়ে দেব। মাওলানা রাব্বানী আরও বলেন, আসুন আমরা এই রমজানে নিজেদের পরিশুদ্ধ করি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির জন্য দোয়া করি এবং আল্লাহর পথে অবিচল থাকার সংকল্প করি। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আশিকুল্লাহ, মুফতি মুসা ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা হোসাইন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা মইনুল ইসলাম, মুফতি আল আমিন ফয়েজী, মাওলানা কবির হুসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির কারাগারে 

সরকারের একার পক্ষে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা সম্ভব না : স্বাস্থ্য উপদেষ্টা

আশাশুনিকে সাতক্ষীরা-৩ আসনে ফেরানোর দাবি

‘খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখে রাজনীতিতে প্রবেশ করেছেন’

‘পকেট ভরানো’ রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই

কয়েদির ওজন ৩০০ কেজি, প্রতিদিন খরচ আড়াই লাখ!

পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

জিসান-আফিফের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে : রিজভী

১০

জনগণের আকাঙ্ক্ষা না বুঝা দলের কোনো ভবিষ্যৎ নেই : আমীর খসরু 

১১

জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি : শরীফ উদ্দিন 

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

১৩

‘এশিয়া কাপ জিতবে ভারত’

১৪

মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি : বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত

১৫

যে যাকে ভালোবাসে হাশরের ময়দানে তাকে পাবে?

১৬

বন্ধ হচ্ছে কুমিল্লার সেই ইউটার্ন

১৭

দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও ১২ মৃত্যু

১৮

যে কারণে অভিনয় ছেড়ে জ্যোতিষী হলেন টিউলিপ

১৯

‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

২০
X